এই মুহূর্তে জেলা

ইয়াসের মোকাবিলায় রিষড়া পৌরসভায় খোলা হলো কন্ট্রোলরুম।

হুগলি , ২৫ মে:- ঘূর্ণিঝড় ইয়াসের মোকাবিলায় রাজ্য প্রশাসন সর্বতোভাবে সর্বশক্তি দিয়ে মোকাবিলায় নেমেছে। খোদ মুখ্যমন্ত্রী নবান্নে ২৪ ঘন্টা এই বিপর্যয় মনিটরিং করার জন্য কন্ট্রোল রুমে থাকবেন। এছাড়া প্রতিটি জেলায় বিপর্যয় মোকাবিলার জন্য প্রস্তুত প্রশাসন। এদিন রিষড়া পুরসভার পক্ষ থেকে একটি কন্ট্রোল রুমের খোলা হলো। এই পুর এলাকার মানুষদের সাহায্যের জন্য। পুরপ্রশাসক বিজয় সাগর মিশ্র, কো-অর্ডিনেটর মনোজ গোস্বামী, শুভজিৎ সরকার, কৌশিক মুখার্জি সহ পুরসভার পদস্থ অফিসার এবং দায়িত্বশীল কর্মচারীরা ২৪ ঘন্টা মনিটরিং করবে ইয়াসের গতি প্রকৃতি। আজ সন্ধ্যা থেকেই শুরু হয়ে গেছে পর্যবেক্ষণের কাজ। আবহাওয়াবিদ দের মতে আগামীকাল সকাল বেলায় সমুদ্রতটে আছড়ে পড়বে ভয়াবহ এই ঘূর্ণিঝড। অতিতে আমফন বুলবুল আইলার মতন ঘূর্ণিঝড়ের যে ভয়াবহতা রাজ্যের মানুষ পত্র প্রত্যক্ষ করেছিল এবং যেভাবে মানুষের ঘরবাড়ি ভেঙে প্রাণহানির ঘটনা ঘটেছিল, তা থেকে শিক্ষা নিয়ে এবারে সমস্ত প্রস্তুতি নিয়েছে রাজ্য সরকার। রিষড়া পৌরসভার প্রতিটি ওয়ার্ডে পুর কর্মচারীরা ও থাকবেন। যদি ঝড়ের সময় কোন পুরবাসী বিপদের মধ্যে পড়েন তবে পুরসভার দেওয়া হেল্পলাইন নাম্বারে ( ৮২৪০৭০০০৫০ ) এবং আদিকারীকদের নাম্বারে যোগাযোগ করলে সঙ্গে সঙ্গে সাহায্যের হাত বাড়ানো হবে পুরসভার পক্ষ থেকে।