এই মুহূর্তে কলকাতা

ঘূর্ণিঝড়ের মোকাবিলায় জাতীয় বিপর্যয় ব্যাবস্থাপনা কমিটির প্রস্তুতি খতিয়ে দেখলেন ক্যাবিনেট সচিব।

কলকাতা , ২২ মে:- সম্ভাব্য ঘূর্ণিঝড়ের মোকাবিলার প্রস্তুতি খতিয়ে দেখতে ক্যাবিনেট সচিব রাজীব গৌবার পৌরহিত্যে জাতীয় বিপর্যয় ব্যবস্থাপনা কমিটি আজ বৈঠকে বসে। পশ্চিমবঙ্গের পাশাপাশি ওড়িশা তামিলনাড়ু অন্ধপ্রদেশ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের মুখ্য সচিব ও অন্যান্য আধিকারিকেরা ওই বৈঠকে উপস্থিত ছিলেন। এছাড়া স্বরাষ্ট্র বিদ্যুৎ জাহাজ, টেলিযোগাযোগ,পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস অসামরিক বিমান পরিবহন সহ বিভিন্ন মন্ত্রক, রেল বোর্ড , আবহাওয়া দপ্তর উপকূল রক্ষী বাহিনী এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীর শীর্ষ কর্তারা ওই বৈঠকে উপস্থিত ছিলেন। কেন্দ্র ও রাজ্য সরকারি সংস্থা গুলির প্রস্তুতি খতিয়ে দেখার পরে ক্যাবিনেট সচিব আসন্ন দুর্যোগে প্রাণ এবং সম্পত্তির ক্ষয় ক্ষতি যথাসম্ভব কম করার জন্য সময়োচিত পদক্ষেপ গ্রহণের ওপর জোর দিয়েছেন।

এজন্য ঘূর্ণিঝড়এর প্রভাবিত হতে পারে এমন এলাকা থেকে মানুষ জনকে দ্রুত নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যেতে বলা হয়েছে।প্রাণহানির আশঙ্কা রুখতে উপকূলে পর্যাপ্ত পরিমাণ নৌকা ও ভেসেল মোতায়েন রাখতে বলা হয়েছে।প্রাকৃতিক দুর্যোগের কারণে কোভিড রোগীদের নিরাপত্তা এবং চিকিৎসা যাতে ব্যাহত না হয় রাজ্য গুলিকে সে ব্যাপারে বিশেষ নজর রাখতে বলা হয়েছে। কভিড হাসপাতাল ও চিকিৎসাকেন্দ্রে ওষুধ অক্সিজেন সরবরাহ অক্ষুন্ন রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলেছেন ক্যাবিনেট সচিব ।বিদ্যুৎ, টেলি পরিষেবার মত যাবতীয় জরুরী পরিষেবা যাতে ব্যাহত না হয় তা নিশ্চিত করতে কেন্দ্র ও রাজ্যের সংস্থা গুলিকে নিরন্তর সমন্বয় রেখে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।