এই মুহূর্তে জেলা

২বছর ধরে কর্মহীন, নিজের দো’নলা চালিয়ে আত্মঘাতী প্রাক্তন বিএসএফ কর্মী!

সুদীপ দাস , ১২ জুন:- নিজের লাইসেন্সধারী বন্দুকের গুলিতে আত্মঘাতী প্রাক্তন সেনাকর্মী। শুক্রবার রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হুগলীর পান্ডুয়া থানার বালিহাট্টা গ্রামে। মৃতের নাম স্বপন কুমার বিশ্বাস (৫৪)। স্বপনবাবু বিএসএফে কর্মরত ছিলেন। বছর ১২ আগে তিনি অবসর গ্রহন করেন। এরপর কোলকাতায় একটি বেসরকারী কোম্পানীর হয়ে নিরাপত্তা কর্মীর কাজ করতেন। করোনা আবহে গতবছর ধরেই সেই কাজ নেই। পরিবারের দাবী তারপর থেকেই মানসিক অবসাদগ্রস্ত হয়ে পরেন দুই মেয়ের বাবা স্বপন বিশ্বাস। সম্প্রতি বড় মেয়ের বিয়ের পর সেই অবসাদ ক্রমশই বাড়তে থাকে। স্বপনবাবুর স্ত্রী অঞ্জনা বিশ্বাস বলেন শুক্রবার শরীরটা খারাপ ছিলো স্বামীর।

ও যাতে রাতে ঘুমোতে পারে আমি তাই আমার একটা ঘুমের ওষুধ ওকে দিয়েছিলাম। এরপর আমিও ঘুমিয়ে পরি। রাতে গুলির শব্দে ঘুম ভাঙে। তড়িঘড়ি পাশের ঘরে গিয়ে দেখি ও রক্তাক্ত অবস্থায় মেঝেতে পরে রয়েছে। পাশেই দো’নলা বন্দুকটি পরে রয়েছে। তড়িঘরি স্বপনকে পান্ডুয়া গ্রামীন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষনা করেন। শনিবারের দুপুরের পর বিষয়টি জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। স্বপনবাবুর আত্মীয়দের বক্তব্য একদিকে কাজ নেই, তারপর বড় মেয়ের বিয়ে হয়ে যাওয়ায় অনেকটাই ভেঙে পরেন তিনি। মানসিক অবসাদগ্রস্থ হয়েই স্বপনবাবু মৃত্যুর পথ বেছে নিয়েছেন বলে তাঁদের দাবী। সবদিক খতিয়ে দেখে ঘটনার তদন্তে নেমেছে পান্ডুয়া থানার পুলিশ।