এই মুহূর্তে কলকাতা

দুয়ারে রেশন প্রকল্পের কাজ শুরু হলো।

কলকাতা , ২১ মে:- রাজ্যে আজ থেকে পরীক্ষামুলকভাবে দুয়ারে রেশন প্রকল্পের কাজ শুরু হয়েছে। আজ সকালে ৬ টি অঞ্চলের ২৩৪ জন নির্বাচিত রেশন গ্রাহকের বাড়িতে গিয়ে এই সামগ্রী পৌঁছে দেওয়া হয়। খাদ্য দপ্তর, স্থানীয় পৌরসভা এবং রেশন ডিলারদের সহযোগিতায় হুগলির বাঁশবেড়িয়া, পশ্চিম বর্ধমানের আসানসোল, হাওড়ার বালি- বেলুড়, উত্তর কলকাতার আরমাস্ট্রিট দক্ষিণ কলকাতার নিউ আলিপুর এবং উত্তর ২৪ পরগনার বরানগরের নির্বাচিত কয়েকজন গ্রাহকের বাড়িতে গিয়ে পরিবারের লোকেদের হাতে এই সামগ্রী তুলে দেওয়া হয়েছে বলে খাদ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে। উল্লেখ্য নির্বাচনের পরেই রাজ্যে দুয়ারে রেশন প্রকল্প চালু হবে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আগেই ঘোষণা করেছিলেন।