এই মুহূর্তে জেলা

লকডাউনে অকারণে বাড়ি থেকে বেরোলেই কঠোর শাস্তি আরামবাগে।

আরামবাগ, ২১ মে:- লকডাউনে বাড়ি থেকে অযোথা বের হলেই কড়া শাস্তির মুখে পড়তে হচ্ছে আরামবাগে। লকডাউন সফল করতে বদ্ধপরিকর আরামবাগ পুলিশ প্রশাসন। কান ধরে ওঠোবস করা থেকে শুরু করে গাড়ি আটক এবং গাড়িসহ চালক আটক ও আইন মেনে ফাইন পযন্ত করা হচ্ছে। পুলিশ প্রশাসনের দাবী, সারা দেশ জুড়ে করোনা ভাইরাসের প্রভাব থেকে মুক্ত হতে সকলে এক যোগে লড়াই করছে।ডাক্তার থেকে নার্স ও স্বাস্থ্য কর্মীরা নিজেদের জীবনকে বাজি রেখে লড়াই করছেন।কিন্তু কিছু মানুষ অযোথা বাড়ি থেকে বের হয়ে ঘোরাঘুরি করছেন।করোনা ভাইরাস ছড়িয়ে পড়ছে এই সমস্ত অসচেতন লোকজনের জন্য।

তাই পুলিশ প্রশাসনকেও কড়া পদক্ষেপ নিতে হচ্ছে। এলাকার মানুষকে সুরক্ষিত করতে স্থানীয় মানুষ সহযোগিতা করলেও কিছু মানুষের জন্য আরামবাগে আনার করোনা ছড়িয়ে পড়বে। কিছুতেই সরকারি স্বাস্থ্য বিধি মানছে না। তাই বাধ্য হয়ে পুলিশকে কড়া পদক্ষেপ নিতে হচ্ছে। এই বিষয়ে আরামবাগ ট্রাফিক পুলিশের আধিকারিক কল্যান রায় জানায় আইন ভাঙ্গলেই ব্যবস্থা নেওয়া হয়েছে। এদিন লকডাউন না মেনে, কারণ ছাড়াই বাইরে বেরানোয় আরামবাগ বাসস্ট্যান্ডে চেকিং-এ দশটি গাড়ি ও তার চালককে আটক করা হয়। অযোথা ঘোরাঘুরি করলেও তাকে সতক করে ছেড়ে দেওয়া হয়েছে। সবমিলিয়ে লকডাউন ভাঙ্গলেই আরামবাগে কড়া শাস্তি পুলিশ প্রশাসনের।