কলকাতা , ২০ মে:- নারদ মামলার আজ শুনানি নয়। কলকাতা হাইকোর্টের তরফে বিজ্ঞপ্তি জারি করে একথা জানিয়ে দেওয়া হয়েছে। আদালতে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে অনিবার্য কারণবশত আজ ডিভিশন বেঞ্চ এজলাসে বসছে না। ফলে কোনো মামলার শুনানি আর সম্ভব নয়। নারদ কান্ডে ধৃত চার নেতা মন্ত্রীর জামিন স্থগিত রাখা সংক্রান্ত মামলার আজ শুনানির কথা ছিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। একইসঙ্গে নারদ মামলা ভিন রাজ্যে সরিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে সিবিআই এর আর্জির ও আজ শুনানি হওয়ার কথা ছিল। কোন মামলার শুনানি না হওয়ায় ফিরহাদ হাকিম সুব্রত মুখোপাধ্যায় মদন মিত্র এবং শোভন চট্টপাধ্যায়ের ভাগ্য আজও ঝুলেই রইল। আজকের দিনটা জেল অথবা হাসপাতালে কাটাতে হবে তাদের।