এই মুহূর্তে কলকাতা

বাড়ি বসেই করোনা পরীক্ষা

কলকাতা, ২০ মে:- এখন বাড়িতে বসেই করা যাবে করোনা পরীক্ষা। আইসিএমআর এর পক্ষ থেকে এমনই এক বিজ্ঞপ্তি জারি করে রেপিড অ্যান্টিজেন টেস্ট কিট এর ছাড় দেওয়া হল।
কিছু কিছু সময় করোনা রিপোর্ট আসছে বেশ খানিকটা দেরি হচ্ছে। এবং তার সঙ্গে জড়িয়ে থাকা চিকিৎসা পদ্ধতিও বিলম্বিত হচ্ছে। যে সমস্ত মানুষ কোন সংক্রমিত ব্যক্তির কিংবা শুধুমাত্র উপসর্গ রয়েছে তারাই এই রেপিড অ্যান্টিজেন টেস্ট কিট এর মাধ্যমে বাড়িতে বসে করোনা পরীক্ষা করতে পারবেন বলে পরামর্শ দিয়েছে আইসিএমআর।

কেমন ভাবে হবে এই রেপিড অ্যান্টিজেন টেস্ট:

• প্রথমে গুগল প্লে স্টোর এবং আইওএস প্লাটফর্ম থেকে কোভিসেল্ফ অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে।
• এরপর স্ট্রিপএর দ্বারা পরীক্ষার জন্য মুখ ও নাক থেকে নমুনা সংগ্রহ করতে হবে।
• এরপর অ্যাপের মাধ্যমে সেই স্ট্রিপের ছবি আপলোড করতে হবে। সমস্ত বিষয়টি চলে যাবে আইসিএমআর এর সার্ভারে।
• তারপরই করোনা রিপোর্ট চলে আসবে।