কলকাতা , ১৫মে:- রাজ্যে করোনা সংক্রমনের ঊর্ধ্বগতির প্রেক্ষিতে সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষায় সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে রাজ্য সরকার আগামীকাল থেকে রাজ্যে দুই সপ্তাহের জন্য আরও কঠোরভাবে কিছু বিধিনিষেধ জারি করেছে। মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় আজ নবান্ন থেকে এক ভার্চুয়ালি সাংবাদিক বৈঠকে বলেন জরুরী পরিষেবা ছাড়া সব সরকারি-বেসরকারি অফিস বন্ধ থাকবে। মেট্রো এবং লোকাল ট্রেনের পাশাপাশি অটো, ট্যাক্সি, বাস এবং জলপথ পরিবহন চলাচল সম্পূর্ন বন্ধ থাকবে বলে তিনি জানিয়েছেন। ব্যাংক সকাল দশটা টা থেকে দুপুর দুটো এবং সাধারণ দোকান সকাল সাতটা থেকে দশটা পর্যন্ত খোলা থাকবে। মিষ্টির দোকান সকাল দশটা থেকে বিকাল পাঁচটা
এবং অলংকারের দোকান দুপুর বারোটা থেকে বিকাল তিনটে পর্যন্ত খোলা থাকবে। সবধরনের জমায়েতের উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বিয়ে বাড়িতে সর্বাধিক ৫০ জন এবং অন্ত্যেষ্টি প্রক্রিয়ায় সর্বাধিক ২০ জন অংশ নিতে পারবেন। পাশাপাশি জরুরি ক্ষেত্র ছাড়া রাত ন’টা থেকে পরের দিন ভোর পাঁচটা পর্যন্ত সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে। স্পা, জিম, শপিং কমপ্লেক্স, সিনেমা হল, পার্ক, চিড়িয়াখানা, মিউজিয়াম বন্ধ থাকবে। নিয়ম না মানলে বিপর্যয় ব্যবস্থাপনা আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি স্পষ্ট জানিয়েছেন। ৩০শে মে পর্যন্ত এই নিয়ম জারি থাকবে। সবাইকে স্বাস্থ্যসুরক্ষা বিধি মেনে চলার নির্দেশও দেওয়া হয়েছে।