এই মুহূর্তে জেলা

ভ্যাক্সিন না পেয়ে তুলকালাম কান্ড, গোঘাট দুই নম্বর ব্লকের কামারপুকুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে।

আরামবাগ , ১৪ মে:- ভ্যাক্সিন না পেয়ে ব্যাপক বিক্ষোভ দেখান লাইনে থাকা ব্যক্তিরা। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে যায় বিরাট পুলিশবাহিনী। জানা গিয়েছে, রাত্রি দুটো থেকে লাইনে দাঁড়িয়ে থেকেও ভ্যাকসিন না পেয়ে ক্ষোভ প্রকাশ করে তারা। তাদের অভিযোগ প্রশাসনের উদাসীনতার জন্যই এই অবস্থা। তাদের অভিযোগ প্রশাসন দুই চার জন সিভিক ভলেন্টিয়াররা দিলেও লাইনের মধ্যে কোনও সামাজিক দুরত্ব বজায় নেই। কোনও নিদিষ্ট গাইড লাইন নেই। সমস্যায় পড়তে হচ্ছে ভ্যাকসিন নিতে আসা মানুষ জনদের। এই বিষয়ে এক বৃদ্ধ রাত্রি দুটো থেকে লাইনে দাঁড়িয়ে আছি। ভ্যাকসিন হয়নি।এই নির্যাতন আর সহ্য হচ্ছে না।

অপর দিকে আর এক ব্যক্তি গুরুপদ মন্ডল বলেন, দীর্ঘ কয়েক ঘন্টা লাইনে দাঁড়িয়ে আছি।এই ভাবে ভ্যাকসিন নেওয়া যায় না। কোনও পরিসেবা নেই। ভ্যাকসিন দেওয়া বন্ধ করে দেওয়া ভালো। একই লাইনে পুরুষ ও মহিলারা লাইন দিচ্ছে। কোনও পরিকল্পনা ছাড়াই পরিসেবা চলছে বলে সাধারণ মানুষ হেনস্তার স্বীকার হচ্ছে। যদিও স্বাস্থ্য দপ্তর সুত্রে জানা গেছে, সাপ্লাই অনুযায়ী ভ্যাকসিন দেওয়া হচ্ছে। যতক্ষন ভ্যাকসিন আছে ততক্ষণ দেওয়া হচ্ছে। এই বিষয়ে গোঘাটের দুই নম্বর ব্লকের বিডিও অরিজিৎ হালদার জানান, বিষয়টি নিয়ে খোঁজ খবর নিচ্ছি।আমরা জনগনের স্বার্থে ব্যবস্থা নেবো।