এই মুহূর্তে জেলা

চন্দননগরে বিনা পয়সায় মাস্ক এটিএম।


হুগলি , ১২ মে:- হাত বাড়ালেই মিলছে মাস্ক। বিভিন্ন সময় মানুষের অসচেতনতার ছবি ধরা পড়েছে বিভিন্ন বাজারে। আর সেখান থেকেই ভাবনা শুরু। আর যেমন ভাবা তেমন কাজ। চন্দননগরের বেশকিছু যুবক যুবতী মিলে বছর খানেক আগেই শুরু করেছিল যাযাবর ফাউন্ডেশন নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা। এবার সেই স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগেই চন্দননগর লক্ষীগঞ্জ বাজার এবং স্বপ্ন বাজার এলাকায় তৈরি করেছে প্রায় ১৬ টি বিনামূল্যের মাস্ক এটিএম। যেই এটিএম-এ গুলিতে প্রতিদিন আড়াইশো টি করে মাস্ক দেওয়া থাকবে।

বাজারে আসা সকল মানুষ সেখান থেকে মাক্স গ্রহণ করতে পারবে। এই যাযাবর ফাউন্ডেশনের উদ্দেশ্য যেহেতু বাজারে বহু মানুষের সমাগম ঘটে তাই এখান থেকেই মানুষকে সচেতন করার কাজ শুরু করলাম আমরা এক অভিনব পদ্ধতিতে। অন্যদিকে বাজারের ক্রেতাদের বক্তব্য অবশ্যই সাধুবাদ যোগ্য। তবে বাজার কমিটির সম্পাদকের বক্তব্য এই ধরনের উদ্যোগ অবশ্যই সাধুবাদ যোগ্য তবে যাদের প্রকৃত প্রয়োজন তারা পাচ্ছে কিনা এ বিষয়ে নজর রাখতে হবে তাদের তবে তাদের উদ্দেশ্য সফল হবে।