পূর্ব বর্ধমান , ১০ মে:- অবশেষে মন্ত্রিত্বের স্বাদ পেল মন্তেশ্বরবাসী। স্বাধীনতার পরবর্তী সময়ে মন্তেশ্বর বিধানসভার থেকে বিজয়ী কোন বিধায়ক এই প্রথম রাজ্য মন্ত্রীসভায় স্থান পেলেন। রবিবারই মন্ত্রিসভার তালিকায় মন্তেশরের বিধায়ক সিদ্দিকুল্লা চৌধুরীর নাম দেখে উচ্ছ্বসিত হয়েছিল মন্তেশ্বর বিধানসভার তৃণমূল কংগ্রেস কর্মীরা। সোমবার সিদ্দিকুল্লা চৌধুরী মন্ত্রী হিসাবে শপথ গ্রহণের সাথে সাথেই মন্তেশ্বর বিধানসভার অন্তর্গত মালডাঙ্গা কুসুম গ্রাম, মন্তেশ্বরের তৃণমূল কর্মীরা উচ্ছ্বাসে মেতে ওঠে। আবির খেলাও শুরু হয়। পথচলতি সাধারণ মানুষকে মিষ্টিমুখ করানো হয়। এই প্রথম মন্তেশ্বর বিধানসভার বিজয়ী প্রার্থীকে পশ্চিমবঙ্গ বিধানসভা মন্ত্রী পদ দেওয়ায় মন্তেশ্বর বাসীর পক্ষ থেকে মুখ্যমন্ত্রীকে অভিনন্দন জানান মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি আজিজুল হক। তিনি জানান এলাকাবাসীর দাবি, উপস্বাস্থ্য কেন্দ্র গুলির সার্বিক উন্নতির পাশাপাশি মন্তেশ্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রকে গ্রামীণ হাসপাতালে উন্নতিকরণ, শিক্ষাক্ষেত্রে পরিকাঠামোগত উন্নতির সাথে সাথে সাতগেছিয়ায় রবীন্দ্র নজরুল কলেজ নিয়ে চিন্তাভাবনা, মন্তেশ্বরে দমকল কেন্দ্র স্থাপন, এলাকার যুবক-যুবতীদের স্বনির্ভর করে তোলা প্রভৃতি বিষয়গুলিতে নজর দেবেন মন্ত্রী।