এই মুহূর্তে জেলা

অভিনব উদ্যোগ চাঁপদানির টোটো চালকদের, পৌরপ্রধানের হাত দিয়ে দুস্থদের হাতে তুলে দিলেন শীতবস্ত্র।

হুগলি, ৩১ ডিসেম্বর:- এক অভিনব উদ্যোগ গ্রহণ করল চাপদানি পলতা ঘাট টোটো স্টান্ডের টোটো চালকেরা।সকাল থেকে সারাদিন কঠিন পরিশ্রম করে এই ঠান্ডায় বেশকিছু মানুষের মধ্যে শিতের কম্বল বিতরণ করল তারা।অসহায় দুস্থ মানুষদের হাতে শিতবস্ত্র তুলে দেন পৌরপ্রধান সুরেশ মিশ্র। ছিলেন উপপৌরপ্রধান বিনয় কুমার, কিশোর কেওয়াট,রতন সাউ, রমেশ সাউ, সুরজ গুপ্তা সহ অন্যান্য কাউন্সিলরগণ।দুস্থ মানুষের সংখ্যাটা ছিল ৮০।

সামাজিক কাজ করে চালক দের মুখে ফুটল হাসি।এর আগেও তারা বিভিন্ন সামাজিক কাজে ব্রতি হয়েছে।চাপদানি পৌরসভার সামনে এই অনুষ্ঠানে এসে পৌরপ্রধান জানান মন বড় হওয়া উচিত। এই শিতের মধ্যে এরা যে কাজ করল এর চেয়ে বড় কাজ আর কিছু হতে পারেনা।অন্যদিকে টোটো চালকদের পক্ষ থেকে মহ রাজা আনসারি ও মহ জাবেদ বলেন আমরা হিন্দু মুসলিম একত্রিত হয়ে এই অনুষ্ঠান করি।