কলকাতা, ৮ মে:- বিধানসভা ভোটে বিপুল জনাদেশ লাভের পর ফের একবার দেশে নির্বাচনী সংস্কার নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য বিধানসভার স্পিকার নির্বাচনের মঞ্চ কে কাজে লাগিয়ে ফের একবার এই দাবিতে সরব হয়েছেন তিনি। রাজ্যের সদ্যসমাপ্ত বিধানসভা নির্বাচনে নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ নিয়ে এদিন বিধানসভায় সরব হন মুখ্যমন্ত্রী। শনিবার তৃতীয়বারের জন্য রাজ্য বিধানসভার অধ্যক্ষ নির্বাচিত হলেন বিমান বন্দ্যোপাধ্যায়। বিজেপি বিধায়কের অনুপস্থিতিতেই তিনি স্পিকার নির্বাচিত হন। স্পিকার নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর বলতে উঠে বিজেপিকে একহাত নেন মমতা।বলেন, নির্বাচন কমিশনের সহায়তায় কোথাও কোথাও রিগিং হয়েছে। অবিলম্বে নির্বাচনী আইনের সংস্কার হওয়া উচিত। চিরকূট দিয়ে বদলি করে দেওয়া হয়েছে প্রশাসনিক আধিকারিকদের। নির্বাচন কমিশনের সাহায্য না পেলে বিজেপি রাজ্যে ৩০ টা আসন পেত না বলে দাবি করেন মুখ্যমন্ত্রী।
গত রবিবার বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হয়েছে। আর ২১-এর মহারণে একাধিকবার নির্বাচন কমিশনকে তোপ দেগেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় থেকে তৃণমূল। কমিশন বিজেপির অঙ্গুলিহেলনে কাজ করছে এমন কোথাও শোনা গিয়েছে। এবার বিধানসভায় দাঁড়িয়ে তৃতীয়বারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফের নির্বাচন কমিশনকে নিশানা করলেন। উল্লেখ্য, নির্বাচন পর্বে প্রশাসনিক স্তরে রদবদল করেছে নির্বাচন কমিশন। সরিয়ে দেওয়া একাধিক জেলার পুলিশ আধিকারিক। এদিন সেই প্রসঙ্গ টেনে এনে মুখ্যমন্ত্রী বলেন। স্পিকারকে স্বাগত ভাষণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘মা, মাটি, মানুষের সরকারও হ্য়াটট্রিক করল, আপনিও করলেন।’ তারপরই বিধানসভায় নিজের ভাষণে কেন্দ্র ও বিজেপিকে তুলোধনা করেন মুখ্যমন্ত্রী। তাঁর সাফ কথা, ‘বাংলার মানুষের রায় মানতে না পেরেই রাজ্যে অশান্তির চেষ্টা করে চলেছে কেন্দ্র। তাই নতুন সরকারের ২৪ ঘন্টা অতিক্রমের আগেই রাজ্য়ে কেন্দ্রীয় দল পাঠানো হয়েছে।’ ভোট পরবর্তী দাঙ্গায় অশান্ত বাংলার একাধিক এলাকাল ঝরেছে প্রাণ। যা আদতে বিজেপির উস্কানিতে হচ্ছে বলে দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায়। হিংসা ছড়ালে প্রশাসনকে অভিযুক্তদের বিরুদ্ধে এফআইএর-র নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।