কলকাতা , ৬ মে:- চলতি রদবদলের অঙ্গ হিসেবে রাজ্য সরকার এদিন ও আইপিএস স্তরে বেশকিছু আধিকারিক কে আজ বদলি করেছে। পূর্ব মেদিনীপুরের নতুন পুলিশ সুপার হচ্ছেন অমরনাথ কে, আলিপুরদুয়ারের এসপি অমিত কুমার সিংকে কম্পালসারি ওয়েটিং এ পাঠানো হয়েছে। আজ নবান্ন থেকে এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি হয়েছে। ব্যারাকপুর পুলিশ কমিশনার অজয় নন্দ এবং শিলিগুড়ি পুলিশ কমিশনার দেবেন্দ্র প্রকাশ সিংকে বদলি করা হয়েছে। কৃষ্ণনগর পুলিশ জেলার পুলিশ সুপার বিশ্বজিৎ ঘোষ কে সরিয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক হিসাবে পি উলগানাথন কে ফিরিয়ে আনা হয়েছে। তিনি অন্তরা আচার্যর স্থলাভিষিক্ত হবেন। জেলাশাসক স্তরে রদবদল হলো।
দক্ষিণ ২৪ পরগণার নতুন জেলাশাসক হলেন পি উল্গানাথন। এখনকার জেলাশাসক কেএমডিএ–র সিইও হলেন। পশ্চিম বর্ধমানের জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তবকে পশ্চিমবঙ্গ খনিজ উন্নয়ন নিগমের এমডি করা হলো। সেই সঙ্গে তাঁকে শিল্প ও বাণিজ্য দপ্তরের অতিরিক্ত সচিবের দায়িত্বও দেওয়া হলো। পশ্চিম বর্ধমানের নতুন জেলাশাসক হলেন বিভু গোয়েল। তিনি তথ্য প্রযুক্তি দপ্তরের যুগ্ম সচিব পদে ছিলেন। দার্জিলিঙের জেলাশাসক শশাঙ্ক শেঠিকে নদীয়ার জেলাশাসক করা হলো। তাঁর জায়গায় দার্জিলিঙের জেলাশাসক হয়ে এলেন পুন্নম বালাম। তিনি এতদিন পশ্চিমবঙ্গ শিল্পোন্নয়ন নিগমের এগজিকিউটিভ ডিরেক্টর ছিলেন।