তরুণ মুখোপাধ্যায়, ২৮ এপ্রিল:- করোনা মহামারীর দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে আমাদের রাজ্যে। মানুষ আজ দিশেহারা ।তাই সকলের উচিত এই আপৎকালীন সময়ে মানুষের পাশে দাঁড়ানো। সেই কথা মাথায় রেখে শেওড়াফুলি বৈদ্যবাটি পৌরসভা ১০ নম্বর ওয়ার্ডের কোয়াডিনাটার ও বিশিষ্ট সমাজসেবী সুবীর ঘোষ তার এলাকার মানুষদের সচেতন করার জন্য পথে নেমেছেন। সচেতনতা এই রোগের একমাত্র উপায় এবং তা থেকে রক্ষা করতে পারে মাস্কের ব্যাবহার। তাই তিনি এলাকার বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে তিনি এবং তার সহযোগীরা মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে পৌঁছে যাচ্ছেন তাদের এলাকায় এই মারণ রোগের যে ভয়াবহতা মানুষদের বুঝিয়ে বলছেন হাতে তুলে দিচ্ছেন জীবনদায়ী মাস্ক। সুবীর বাবুর বক্তব্য এই মারণ রোগের দ্বিতীয় ঢেউ এসে পড়েছে তার থেকে আমাদের সকলকে সচেতন হতে হবে এবং তার জন্যেই তার এই ক্ষুদ্র প্রয়াস।
Related Articles
আমফান ও লকডাউনের জোরা ফলায় উধাও সাবেকী “ডাকের সাজ”।
সুদীপ দাস , ১০ নভেম্বর:- এমনিতেই আমফানে ক্ষতির বহর প্রচুর। তারউপর লকডাউনের জেরে দেখা নেই ডাকের সাজের। ফলে প্রতিমা সাজাতে এবারে আট বাংলাই ভরসা। দূর্গার পর কালি, সর্বোপরি জগদ্ধাত্রী পুজোয় ডাকের সাজের চাহিদা থাকে তুঙ্গে। শোলা দিয়ে শিল্পীদের নিপুন ছোঁয়ায় তৈরী হয় ডাকের সাজ। মৃন্ময়ী মা যেই সাজে সাবেকি চিন্ময়ী হয়ে ওঠেন। মূলত সুন্দরবন এলাকায় […]
ভোটের উত্তাপ যত বাড়ছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ততটাই আরামবাগে।
আরামবাগ, ৬ ফেব্রুয়ারি:- আরামবাগ পৌরভোটের উত্তাপ ক্রমশ বাড়ছে।তৃনমুলের গোষ্ঠীদ্বন্দ্ব রাতভোর বোমাবাজি। ঘটনাটি ঘটেছে আরামবাগ পৌরসভার দশ নম্বর ওয়ার্ডে। এই ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে। জানা গেছে, শনিবার রাত্রে আরামবাগের ১০ নম্বর ওয়ার্ডের বাদলকনা এলাকায় তৃণমূলের দলীয় পতাকা ছিঁড়ে দেওয়াকে কেন্দ্র ব্যাপক গন্ডগোল হয়। অভিযোগ ওঠে তৃণমূলের পৌরভোটের প্রার্থী তুষার কারফা ও তার দলবলের বিরুদ্ধে। তারাই […]
নীলরতন সরকার মেডিকেল কলেজের নাম বদলের সিদ্ধান্ত , বিজ্ঞপ্তিতে জানালো স্বাস্থ্য দপ্তর।
কলকাতা , ১০ আগস্ট:- রাজ্য সরকার এশিয়ায় প্রথম তথা বিশ্বে দ্বিতীয় টেস্টটিউব বেবির জন্মদাতা ডাঃ সুভাষ মুখোপাধ্যায়ের কর্মস্থল নীলরতন সরকার মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ছাত্রাবাসটি তাঁর নামাঙ্কিত করার সিদ্ধান্ত নিয়েছে। ছাত্রাবাস চত্বরে তাঁর আবক্ষ মূর্তিও বসানো হবে। তিনি যে ঘরে থাকতেন, সেখানে তাঁর স্মৃতি ফলক বসানো হবে বলে সম্প্রতি স্বাস্থ্য দপ্তর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে। উল্লেখ্য […]