কলকাতা , ২৮ এপ্রিল:- আগামী ২৯ শে এপ্রিল রাজ্যে বিধানসভা নির্বাচনের অষ্টম এবং শেষ দফার ভোটগ্রহণ হবে। বীরভূম কলকাতা উত্তর মালদা এবং মুর্শিদাবাদ এই চারটি জেলায় মোট কয়টি বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণ হবে।
নির্বাচন কমিশন ভোট গ্রহণের একদিন আগে বীরভূম জেলায় ভোট প্রক্রিয়া কে সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য ৬ জন পুলিশ আধিকারিক কে নিযুক্ত করলেন।
তন্ময় মুখার্জি, ডাব্লু বি পি এস, ডিসি এসিপি, চন্দননগর পুলিশ কমিশনারেট।
সুমন কান্তি ঘোষ, ডাব্লু বি পি এস, এসি কমান্ডো, বাঁকুড়া।
নির্মল কুমার দাস, এসডিপিও মিনাখান, বসিরহাট পিডি।
বিশ্বজিৎ নস্কর, ডেপুটি এসপি, বাঁকুড়া।
মহ কুদরুত খুদা, ইন্সপেক্টর ট্রাফিক পূর্ব বর্ধমান।
শীর্ষেন্দু দাস, সিআই, মহিষাদল পূর্ব মেদিনীপুর।
এই
ছয় জন পুলিশ আধিকারিক কে নির্বাচন কমিশন আগামী ২৮ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত বীরভূম জেলায় সাময়িকভাবে বদলি করল। নির্বাচন কমিশন সূত্রে খবর বীরভূম জেলায় ২২৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীতে রাখতে চলেছে নির্বাচন কমিশন। তারপর এই ৬ জন পুলিশ আধিকারিক এর বদলী সেই বীরভূমেই।তাহলে কি বীরভূম কে নিয়ে একটু বেশি সতর্ক হতে চাইছে নির্বাচন কমিশন? কারণ সেখানে রয়েছেন তৃণমূলের অন্যতম নেতা অনুব্রত মণ্ডল। ইতিমধ্যেই অনুব্রত মণ্ডল কে নজর বন্দী করা হয়েছে। নির্বাচন কমিশনের এই অতিসতর্ক মনোভাব অষ্টম দফার নির্বাচনে কোন দিকে ইঙ্গিত করছে সেটা সময় বলে দেবে।