এই মুহূর্তে জেলা

বেলুড়ে দুষ্কৃতী তান্ডব। ছেঁড়া হল তৃণমূলের ব্যানার, ফেস্টুন।


হাওড়া , ২৬ এপ্রিল:- তৃণমূলের পতাকা, ব্যানার ছিঁড়ে ফেলাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল হাওড়ার বেলুড়ে। তৃণমূলের অভিযোগ, রবিবার গভীর রাতে ওই ঘটনা ঘটে। বিজেপির আশ্রিত দুষ্কৃতীরা তাদের ব্যানার এবং পতাকা ছিঁড়ে রাস্তায় ফেলে দেয়। শুধু তাই নয়, দুষ্কৃতিরা এলাকার একটি শ্মশানঘাটে যাত্রীদের জন্য রাখা পাখা এবং টিউবলাইট ভেঙে দেয় বলেও অভিযোগ। যদিও তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ উড়িয়ে দিয়েছে বিজেপি। বিজেপির দাবি, যারা দোষী তাদের উপযুক্ত শাস্তি হোক। তৃণমূলের পক্ষ থেকে বেলুড় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এ বিষয়ে তৃণমূল নেতা প্রাক্তন কাউন্সিলার তফজিল আহমেদ বলেন, রাজেন শেঠ লেন, আশুতোষ মুখার্জী রোড, বি কে পাল রোডের রাত সাড়ে ১২টা থেকে শুরু হয় তান্ডব। তৃণমূলের পতাকা, ভোটের সময় লাগানো ব্যানার, ফেস্টুন ছিঁড়ে ফেলে দেওয়া হয়।

বিজেপি মানুষের মধ্যে ধর্মবৈষম্য সৃষ্টি করে ভোট চাইছে। তারাই শ্মশানে এসে পাখা, লাইট, সমব্যথী প্রকল্পের ব্যানার ছিঁড়ে দিয়েছে। বিজেপির দুষ্কৃতিরা এই কাজ করেছে। এ ব্যাপারে থানায় অভিযোগ জানানো হয়েছে। এর আগেও এমন কাজ হয়েছে বলে তাঁর অভিযোগ। এই ব্যাপারে উচ্চ নেতৃত্বের সঙ্গে কথা বলে লাগাতার আন্দোলনে নামা হবে। এ বিষয়ে পুলিশকে অভিযোগ জানালেও বেলুড় থানার পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি। সেই কারণে থানার ভারপ্রাপ্ত আধিকারিকের বিরুদ্ধেও অভিযোগ জানানো হবে। অন্যদিকে, বালি বিধানসভা কেন্দ্রের বিজেপির সহ সভাপতি ছোট্টু দাস জানিয়েছেন, বিজেপির এমন কোনও শিক্ষা বা নীতি নেই যে অন্য দলের ব্যানার, ফেস্টুন ছিঁড়বে। যারাই করে থাকুক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। বিজেপি কর্মীরা এই কাজ করবে না। বিজেপির বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।