কলকাতা , ২০ এপ্রিল:- করোনা সংক্রমণ লাগামছাড়া ভাবে বৃদ্ধি পেতে থাকায় রাজ্যের সব বেসরকারি হাসপাতাল এবং নার্সিংহোমে ২৫ শতাংশ শয্যা বৃদ্ধি করা হয়েছে। চলতি সপ্তাহের শেষে বেসরকারি হাসপাতালে কভিদ রোগীদের জন্য আট হাজারটি বেড রাখা হবে বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে। এছাড়া দশটি ইএসআই হাসপাতালে ৯০০ টি বেডের ব্যবস্থা রাখা হয়েছে। অন্যদিকে শম্ভুনাথ পন্ডিত হাসপাতালে এই প্রথম কভিড বেডের ব্যবস্থা করা হয়েছে। সেখানে ২২০টি বেড ছাড়াও বারোটি পুলিশ হাসপাতালে ৩৪০টি এবং ২৮ টি হোটেলে ৬৫৮টি রুম রাখা হয়েছে। উল্লেখ্য বেসরকারি হাসপাতালে শয্যা সংখ্যা বৃদ্ধির জন্য রাজ্য সরকার সঞ্জয় বনসলের নেতৃত্বে চার সদস্যের একটি টাস্কফোর্স গঠন করেছিল। এই দিকে বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে রাজ্য সরকার স্বাস্থ্য দপ্তরের কর্মীদের সব ছুটি বাতিল করেছে। সেখানে পঞ্চাশ শতাংশ কর্মীদের উপস্থিতির নির্দেশিকা কার্যকরী করা যাবে না বলে জানানো হয়েছে।
Related Articles
বাংলায় বিজেপির পায়ের তলার মাটি সরে যাচ্ছে – চন্দ্রিমা ভট্টাচার্য।
কলকাতা , ৭ জানুয়ারি:- বাংলায় বিজেপির পায়ের তলার মাটি সরে যাচ্ছে বললেন রাজ্য স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তাঁর বক্তব্য, গোটা দেশের রাজনৈতিক পরিস্থিতির নিরিখে বিজেপি ৬৬% আসন হারিয়েছে বলে তিনি তথ্য তুলে ধরে জানান। বৃহস্পতিবার তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠকে তিনি জানান, তামিলনাড়ু কেরালা, পাঞ্জাব, তেলেঙ্গানা পশ্চিমবঙ্গ, দিল্লি, সিকিম, ছত্তিসগড়, ওড়িশা, ঝাড়খন্ড, রাজস্থান ও মহারাষ্ট্রে বিজেপির […]
টেম্পোরারি সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ ঘুসুড়ির শ্রীহনুমান জুটমিলে , কর্মহীন আড়াই হাজার শ্রমিক।
হাওড়া , ১১ এপ্রিল:- টেম্পোরারি সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ দেওয়া হল হাওড়া ঘুসুড়ির শ্রীহনুমান জুটমিলে। এর জেরে কর্মহীন হয়ে পড়লেন মিলের প্রায় আড়াই হাজার শ্রমিক। রবিবার সকালে মিলে এসে ওই নোটিশ দেখেন শ্রমিকরা। এরপরই ক্ষোভে ফেটে পড়েন তাঁরা। মিল খোলার দাবিতে মিলের গেটের সামনে এদিন বিক্ষোভ দেখায় শ্রমিকরা। শনিবার হাওড়ায় ভোটপর্ব মিটতেই কেন রবিবার সকালে […]
ট্রেনে তবলা বাদকের খুন-কাণ্ডে হাওড়ায় DRM কে ডেপুটেশন INTTUC র।
হাওড়া, ২২ নভেম্বর:- ট্রেনের প্রতিবন্ধী কামরায় তবলা বাদককে খুন-কাণ্ডে হাওড়ায় DRM কে ডেপুটেশন INTTUC র। রাতের ট্রেনে যাত্রীদের নিরাপত্তার দাবিতে হাওড়ায় ডিআরএম অফিসের সামনে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা। শুক্রবার দুপুরে ওই বিক্ষোভের পাশাপাশি ডিআরএম’কে ডেপুটেশনের কর্মসূচি নেয় উত্তর হাওড়া আইএনটিটিইউসি। উত্তর হাওড়ার বিধায়ক গৌতম চৌধুরী বলেন, বিশিষ্ট তবলা বাদক সৌমিত্র চট্টোপাধ্যায় রাতের ট্রেনে নৃশংসভাবে খুন […]