এই মুহূর্তে কলকাতা

বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে স্বাস্থ্য দপ্তরের কর্মীদের সব ছুটি বাতিল।

কলকাতা , ২০ এপ্রিল:- করোনা সংক্রমণ লাগামছাড়া ভাবে বৃদ্ধি পেতে থাকায় রাজ্যের সব বেসরকারি হাসপাতাল এবং নার্সিংহোমে ২৫ শতাংশ শয্যা বৃদ্ধি করা হয়েছে। চলতি সপ্তাহের শেষে বেসরকারি হাসপাতালে কভিদ রোগীদের জন্য আট হাজারটি বেড রাখা হবে বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে। এছাড়া দশটি ইএসআই হাসপাতালে ৯০০ টি বেডের ব্যবস্থা রাখা হয়েছে। অন্যদিকে শম্ভুনাথ পন্ডিত হাসপাতালে এই প্রথম কভিড বেডের ব্যবস্থা করা হয়েছে। সেখানে ২২০টি বেড ছাড়াও বারোটি পুলিশ হাসপাতালে ৩৪০টি এবং ২৮ টি হোটেলে ৬৫৮টি রুম রাখা হয়েছে। উল্লেখ্য বেসরকারি হাসপাতালে শয্যা সংখ্যা বৃদ্ধির জন্য রাজ্য সরকার সঞ্জয় বনসলের নেতৃত্বে চার সদস্যের একটি টাস্কফোর্স গঠন করেছিল। এই দিকে বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে রাজ্য সরকার স্বাস্থ্য দপ্তরের কর্মীদের সব ছুটি বাতিল করেছে। সেখানে পঞ্চাশ শতাংশ কর্মীদের উপস্থিতির নির্দেশিকা কার্যকরী করা যাবে না বলে জানানো হয়েছে।