এই মুহূর্তে জেলা

কোভিড মোকাবিলায় রিষড়া সেবাসদন হসপিটাল হতে চলেছে সেফ হাউস।

হুগলি , ২০ এপ্রিল:- রাজ্য সরকারের তত্ত্বাবধানে, ও রিষড়া পৌরসভার ব্যাবস্থাপনায় সেবাসদন হসপিটাল কোভিড মোকাবিলায় এবার হতে চলেছে সেফ হাউস। উপসর্গযুক্ত কোভিড পজেটিভ রুগীদের সাময়িকভাবে এই সেফ হাউসে রাখা হবে। ডক্টর, নার্স, থাকার পাশাপাশি অক্সিজেন, ঔষুধ সহ আপদকালীন চিকিৎসার সমস্ত পরিষেবা থাকছে এখানে। প্রায় শতাধিক মানুষ করোনা আক্রান্ত রিষড়ায়। তাদের বেশির ভাগই বাড়িতে থেকে চিকিৎসা চলছে, রিষড়া পৌরসভার মুখ্যপ্রশাসক বিজয় সাগর মিশ্র বলেন তার প্রধান কারণ রিষড়া পৌরসভা স্থানীয় চিকিৎসকদের নিয়ে একটি নেটওয়ার্ক গঠন করে টেলি চিকিৎসা পরিষেবা প্রদান করছে। গতবার এই হসপিটাল ছিল কোয়ারেন্টাইন সেন্টার। পৌরসভার নোডাল অফিসার অসিতাভ গাঙ্গুলী জানান আপাতত পঞ্চাশটি শয্যা নিয়ে শুরু হচ্ছে এই পরিষেবা, আগামিদিনে পরিস্থিতি বুঝে আরো শয্যা বাড়ানো হবে কিনা সেটা জেলা প্রশাসন ভেবে দেখবেন। তবে হাতের কাছে এই পরিসেবা থাকায় যথেষ্টই স্বস্তিতে থাকবে রিষড়ার মানুষ সেটা বলার অপেক্ষা রাখে না।