এই মুহূর্তে জেলা

করোনা বিধি মেনেই ২১ তম বর্ষে শ্রীরামপুরে বানার্জ্জী পরিবারে অন্নপূর্ণা পূজা।

হুগলি , ২০ এপ্রিল:- করোনা সংক্রমণ রোধ করে পৃথিবীকে সুস্থ্য ও স্বাভাবিক করার জন্য দেবী দুর্গা, শিব সহ লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতীকে অন্নপূর্ণা রুপে পুজা করল শ্রীরামপুর বাহির শ্রীরামপুরের বন্দ্যোপাধ্যায় পরিবার। এক চালার প্রতিমায় দেবী দুর্গা রয়েছেন তাঁর পরিবার নিয়ে। সেখানে অন্নপূর্নার দুই সহচর দেবী জয়া ,বিজয়া রয়েছেন। শিব ও শিবের অনুচর ভিঙ্গিকে দেবীর সামনে হাত পেতে দাঁড়িয়ে রয়েছেন। স্বেত শুভ্র ডাকের সাজে সজ্জিত দেবী দুর্গা, লক্ষ্মী, জয়া, বিজয়ারাদের মুখ মন্ডল হলুদ বর্ণের। সরস্বতী ও শিবের মুখমন্ডল সাদা ও ভিঙ্গির খয়েরী বর্ণের। বন্দ্যোপাধ্যায় বংশের বংশধর মীরা বন্দ্যোপাধ্যায় বলেন, আমাদের আদি বাড়ি বাংলাদেশের ঢাকা জেলায়।দেশ ভাগের পর আমরা বাংলায় চলে এসেছি। কর্মসূত্রে প্রথমে কলকাতায় ও পরে শ্রীরামপুরে আসার সুবাদে বড় বাগানে রয়ে গিয়েছে। দেশের বাড়িতে অন্নপূর্ণার পুজোর সময় দেবী দুর্গা ও তাঁর পরিবার কে পুজো করা হত।

শ্রীরামপুরের বাড়িতে ২১ বছর ধরে পুজো করলেও করোনা নামক অসুরের হাত থেকে পৃথিবীকে রক্ষা করতেই এবারে মায়ের পুজো করেছি।পরিবারের ছেলে নারায়ণ ও সোমনাথরা জানিয়েছেন করোনা সংক্রমণের কারণে গত বছর কোনো পুজো হয়নি। এবারে করোনা পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসায় দেশের বাড়ির আদলে পুজো করার ভাবনা মাথায় আসে। কিন্তু করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ায় মন খারাপ হয়েছে। ঠাকুর যেহেতু আগে বায়না করেছি তাই স্বাস্থ্যবিধি মেনে পুজো করেছি। বাড়ির বধূ গীতা বলেন, আমরা চাই পৃথিবী করোনা মুক্ত হোক। তাই কোনো জমায়েত করছি না। নিয়মরক্ষার পুজো করা হচ্ছে। বাড়ির ক্ষুদে সদস্য নিশান, সপ্তর্ষি ও নন্দীনিরা সারাদিন পুজোর যোগান দিলেও বাড়িতে লোকজন না আসায় মনখারাপ তাদেরও।