এই মুহূর্তে কলকাতা

করোনা রুখতে রাজ্যে লকডাউন জারির সম্ভাবনা খারিজ করে দিয়েছে রাজ্য সরকার।

কলকাতা , ১৯ এপ্রিল:- করোনা রুখতে রাজ্যে লক ডাউন বা কারফিউ জারি করার কোন সম্ভাবনা রাজ্য সরকার খারিজ করে দিয়েছে। মালদায় রাজ্যের কোভিড পরিস্থিতি নিয়ে ডাকা এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন,লক ডাউন বা কারফিউ কোন সমাধান নয়।মানুষকে আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।মুখ্যমন্ত্রী বলেন, করোনার দ্বিতীয় ঢেউ নিয়ে আতঙ্কিত কোন কারণ নেই। পরিস্থিতির মোকাবিলায় রাজ্য সরকার সবরকম পদক্ষেপ নিয়েছে। রাজ্য সরকার টাস্কফোর্স তৈরি করেছে। সরকারি হাসপাতালে 4000 কোভিড বেড বাড়ানো হবে। ২০০ সেফ হোমে 11000 বেড হয়েছে। বিভিন্ন হোটেলের সেফ হোম তৈরি করা হবে। কোভিড রোগীদের পরিষেবায় রাজ্য জুড়ে ৪০০ অ্যাম্বুলেন্স রাখা হয়েছে। তিনি জানান, আতঙ্কিত না হয়ে সবাইকে সচেতন থাকতে হবে। কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। মুখ্যমন্ত্রী জানান, বাধ্য হয়ে ভোট করতে হচ্ছে। সব দলের কাছে বড় সভা মিছিলের বদলে ছোট ছোট সভা করার অনুরোধ জানিয়েছেন তিনি।