এই মুহূর্তে কলকাতা

আগামীকাল পঞ্চম দফার ছয় জেলার ভোটে থাকছে ৮৫৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।

কলকাতা , ১৬ এপ্রিল:-আগামীকাল রাজ্যে পঞ্চম দফার বিধানসভা নির্বাচনে ছয় জেলার যে ৪৫ টি আসনে ভোট নেওয়া হবে সেখানে ভোট গ্রহণ প্রক্রিয়া শান্তিপূর্ন রাখতে মোট পনেরো হাজার ৭৮৩ টি বুথের দায়িত্বে ৮৫৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ছাড়াও পনেরো হাজার ৭৯০ জন রাজ্য পুলিশ মোতায়েন থাকবে। এছাড়াও সেক্টর অফিস, কিউআরটির মতো অন্যান্য দায়িত্বে ১১৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাখা হবে বলে মুখ্য নির্বাচনী আধিকারিক এর দপ্তর সূত্রে জানা গিয়েছে । এর মধ্যে সবচেয়ে বেশি পূর্ব বর্ধমানের মোতায়েন থাকছে ১৫৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।

এছাড়া ব্যারাকপুর পুলিশ কমিশনারেট এলাকায় ৬১ কোম্পানি, বারাসাত পুলিশ জেলায় ৬৯ কোম্পানি, বসিরহাট পুলিশ জেলায় ১০৭ কোম্পানি, বিধান নগর পুলিশ কমিশনারেট ৪৬ কোম্পানি, দার্জিলিঙে ৬৮ কোম্পানি, জলপাইগুড়িতে ১২২ কোম্পানি, কালিম্পং ২১ কোম্পানি, কৃষ্ণনগর পুলিশ জেলায় ১১ কোম্পানি, রানাঘাটে ১৪০ কোম্পানি এবং শিলিগুড়ি পুলিশ কমিশনারেট এলাকায় ৫৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে। বুথের দুশো মিটারের মধ্যে কড়া ভাবে ১৪৪ ধারা প্রয়োগ করা হবে।