হাওড়া, ৩০ আগস্ট:- স্ত্রী খুনে গ্রেফতার স্বামী চন্দনকে নিয়ে ঘটনাস্থলে গেল ডোমজুড় পুলিশ, পুকুরে জাল ফেলে চলছে খুনে ব্যবহৃত আগ্নেয়াস্ত্রের খোঁজ। ডোমজুড়ে তরুণী খুনের ঘটনায় অভিযুক্ত মৃতার স্বামী চন্দন মাজিকে নিয়ে চলছে তল্লাশি। মাকড়দহের পুকুরে জাল ফেলে আগ্নেয়াস্ত্র উদ্ধারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।
খুনের পর আগ্নেয়াস্ত্রটি পুকুরে ফেলা হয় বলে জানিয়েছে ধৃত চন্দন মাজি। উদ্ধার হয়েছে অনুশ্রীর সাইকেলটি। সলপ ব্রিজের নিচে একটি গ্যারেজে রেখে যাওয়া সাইকেল এদিন সনাক্ত করেন অনুশ্রীর বাবা।