এই মুহূর্তে জেলা

শীতলকুচির ঘটনার প্রতিবাদ জানিয়ে বুকে কালো ব্যাচ লাগিয়ে প্রতিবাদে সামিল হল বাঁকুড়া।


বাঁকুড়াঃ , ১১ এপ্রিল:- “বাংলা বুলেটে নয় ব্যালটে বিশ্বাসী” নির্বাচন কমিশনের জবাবদিহি ও স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করে প্রতিবাদে সামিল হলো তৃণমূল কংগ্রেস। গতকালের চতুর্থ দফা নির্বাচন চলাকালীন কোচবিহারের শীতলকুচি তে কেন্দ্রীয় বাহিনীর গুলির নিহত হন ৫ জন। তাদের সকলকেই তৃণমূল সমর্থক বলে দাবি করেছে তৃণমূল কংগ্রেস। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে ধিক্কার মিছিল সংগাঠিত করলো বাঁকুড়া জেলা তৃণমূল নেতৃত্ব।আজ তালডাংরা বিধানসভা এলাকার তালডাংরা তৃণমূল দলীয় কার্যালয় থেকে ধিক্কার মিছিল বার হয়ে সেই মিছিল তালডাংরা বাজার এলাকা প্রদক্ষিণ করে।

এই মিছিলে বুকে কালো ব্যাচ লাগিয়ে সামিল হয়েছিলেন তালডাংরা বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী অন্যান্য ব্লক নেতৃত্ব। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল নেতা, তালডাংরা বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তীর দাবি অবিলম্বে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে দোষীদের শাস্তি দিতে হবে। কেন্দ্রীয় বাহিনীর গুলি চালানোর নির্দেশ দিয়েছেন সেই নির্বাচন কমিশন এবং স্বরাষ্ট্র মন্ত্রীকে জবাবদিহি করতে হবে। বিজেপি নির্বাচনে হারতে বসেছে, দিকে দিকে তৃনমূলের জয়লাভ শুধু সময়ের অপেক্ষা তাই এই ঘটনা পুরোপুরি একটা চক্রান্ত। কমিশনের যুক্তি অনুযায়ী আত্মরক্ষা কিংবা ভোট লুট রুখতে গুলি যদি চালাতে হয় তাহলে সেটা হাটুর নিচে চালাতে হয়, বুক লক্ষ্য করে কেনো গুলি চালানো হয়েছে বলেও তিনি প্রতিবাদে সোচ্চার হয়েছেন।