এই মুহূর্তে কলকাতা

কেন্দ্রীয় বাহিনী নিয়ে মন্তব্যের জেরে মুখ্যমন্ত্রীকে জবাবদিহি করলো কমিশন।

কলকাতা , ৯ এপ্রিল:-কেন্দ্রীয় বাহিনী নিয়ে তার মন্তব্যের জেরে নির্বাচন কমিশন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির জবাবদিহি তলব করেছে।নোটিশ পাঠিয়ে আগামীকাল বেলা এগারোটার মধ্যে মুখ্যমন্ত্রীকে এ ব্যাপারে তার অবস্থান ব্যাখ্যা করতে বলা হয়েছে। বুধবার কোচবিহারের এক জনসভায় মুখ্যমন্ত্রী বাধা পেলে মহিলাদের কেন্দ্রীয় বাহিনীকে ঘেরাও করার নিদান দেন। এ ব্যাপারে বিজেপির তরফ এ নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করা হয়। এর পাশাপাশি আরও কয়েকটি জনসভায় কেন্দ্রীয় বাহিনী সম্পর্কে মুখ্যমন্ত্রীর কিছু বিরূপ মন্তব্য কে নির্বাচন কমিশন তার নোটিশে তুলে ধরেছে। এই সমস্ত ব্যাপারে মুখ্যমন্ত্রীর সুস্পষ্ট জবাব না পেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ারও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।