এই মুহূর্তে কলকাতা

শনিবার রাজ্যে চতুর্থ দফার নির্বাচনে পাঁচ জেলার মোট ৪৪ টি আসনে ভোট গ্রহণ।

কলকাতা, ৯ এপ্রিল:- শনিবার রাজ্যে চতুর্থ দফার বিধানসভা নির্বাচনে কুচবিহার, আলিপুরদুয়ার, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া ও হুগলি এই পাঁচ জেলার মোট ৪৪ টি আসনে ভোট গ্রহণ করা হবে। এই পর্বে মোট ভোটার রয়েছেন ১ কোটি ১৫ লক্ষ ৯৪ হাজার ৯৫০ জন। সকাল সাতটায় ভোট গ্রহণ শুরু হবে। চলবে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত। অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক সঞ্জয় বসু আজ কলকাতায় এক সাংবাদিক বৈঠকে বলেন ভোট দানের জন্য ১৫ হাজার ৯৪০ টি বুথ খোলা হচ্ছে। যার মধ্যে ১২ হাজার ৩৬১ টি মেইন এবং তিন হাজার ৫৭৯ টি অক্সিলিয়ারি বুথ থাকছে।

মোট ভোট দাতাদের মধ্যে ৫৮ লক্ষ ৯৫ হাজার ৮৭১ জন পুরুষ ও ৫৬ লক্ষ ৯৮ হাজার ৭৮৯ জন মহিলা ভোটার। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ২৯০ জন। আশি বছরের ঊর্ধ্বে মোট ভোটারের সংখ্যা দুই লাখ তিন হাজার ২২৭। মোট প্রার্থী রয়েছেন ৩৭৩ জন। যার মধ্যে ৫০ জন মহিলা প্রার্থী রয়েছেন। চতুর্থ পর্বে সাধারণ পর্যবেক্ষক থাকছেন ৩৫ জন। এছাড়া ব্যয় পর্যবেক্ষক ১০ ও পুলিশ পর্যবেক্ষক থাকছেন ৯ জন। এই পর্বে মোট কুড়ি হাজার ২৫২টি কন্ট্রোল ইউনিট, ২০ হাজার ৬৩১টি ব্যালট ইউনিট এবং ২০ হাজার ৯৫৪ টি ভিভিপ্যাট ব্যবহার করা হবে বলে সঞ্জয় বাবু জানিয়েছেন।