এই মুহূর্তে খেলাধুলা

ইস্টবেঙ্গলের অষ্টম বিদেশি লিভারপুল প্রাক্তনী

প্রসেনজিৎ মাহাতো, ১৫ ডিসেম্বর:- ইস্টবেঙ্গলের অষ্টম বিদেশি হলেন কালাম উডস। লিভারপুলের প্রাক্তনী। রক্ষণে খেলেন। এই ডিফেন্ডারকে সই করালো ইস্টবেঙ্গল। তাঁর ১৪ দিনের কোয়ারেন্টাইন ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে।বুধবার থেকে দলের সঙ্গে অনুশীলন শুরু করবেন। কোনও ফুটবলারের চোট-আঘাত লাগলে বিকল্প হিসেবে খেলবেন।