এই মুহূর্তে জেলা

বিজেপি পার্থী পার্নোর সমর্থনে মিঠুনের রোড শো বরানগরে

ব্যারাকপুরঃ, ৯ এপ্রিল:- বরাহনগরের বিজেপির তারকা পার্থী পার্নো মিত্রের সমর্থনে শুক্রবার বেলার দিকে এক শুবিশান রোড শো করলেন মহাগুরু তথা বলিউড তারকা মিঠুন চক্রবর্তী। এদিন মহাগুরু বিজেপি প্রার্থী পার্নোর সমর্থনে বরাহনগর সিঁথি মোড় থেকে বিটি রোড ধরে প্রায় তিন কিলোমিটার রোড শোয়ে অংশ নেন। মিঠুনের রোড শোটি ডানলপ মোড়ে এসে শেষ হয়। এদিন বরাহনগরের বিজেপি প্রার্থীর সমর্থনে রোড শো চলাকালীন কর্মী-সমর্থকদের উৎসাহ ও উদ্দীপনা ছিল ছোখে পড়ার মত। মহাগুরুর এদিনের রোড শোয়ে রাস্তার দুপাশে অগুন্তি সাধারণ মানুষ জড়ো হয়েছিলেন,তাকে এক পলক চোখের দেখা দেখতে। মিঠুনের উপস্থিতিতে এদিনের রোড শোটি কার্যত জনজোয়াড়ের চেহারা নিয়েছিল। তবে অশান্তি এড়াতে এদিনের মিছিলে পুলিশি নিরাপত্তা ব্যবস্থা ছিল রীতিমত আঁটসাঁট।