হাওড়া, ১৫ জানুয়ারি:- গোয়েন্দা পুলিশের সাফল্য। হাওড়ার কাঠপোল এলাকায় ধৃত দুষ্কৃতিদের হেফাজতে নিয়ে উদ্ধার হলো কার্তুজ সহ আগ্নেয়াস্ত্র। হাওড়া সিটি পুলিশের গোয়েন্দা বিভাগের তৎপরতায় এই দেশী আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রের খবর, গোপন সূত্রের ভিত্তিতে হাওড়া সিটি পুলিশের গোয়েন্দা বিভাগ হাওড়া থানার অন্তর্গত টিকিয়াপাড়া কাঠপোল এলাকায় কয়েকজন সন্দেহভাজন ব্যক্তিকে ঘোরাঘুরি করতে দেখেন। যখন তাদেরকে দাঁড়াতে বলা হয় তখন তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। সেই সময় তাদেরকে ধাওয়া করে গোয়েন্দা বিভাগের অফিসার ও ফোর্স এদের গ্রেফতার করে।
হেফাজতে নেওয়ার পর এদেরই মধ্যে একজনের কাছ থেকে ওই আগ্নেয়াস্ত্র এবং গুলি সহ বিভিন্ন অস্ত্র উদ্ধার হয়। এই মর্মে হাওড়া থানায় একটি মামলা রুজু করে গোয়েন্দা বিভাগ। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে ঘটনার দিন অস্ত্র নিয়ে এরা জমায়েত হয়েছিল নিকটবর্তী এলাকায় ক্রাইম করার জন্য। ধৃতদের মধ্যে ২ জন এর আগেও নানা অপরাধের সাথে যুক্ত থাকার অভিযোগের ভিত্তিতে একাধিকবার গ্রেফতার হয় বলে পুলিশ জানিয়েছে। ধৃতদের সাথে আর যারা জড়িত আছে তাদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে হাওড়া সিটি পুলিশের গোয়েন্দা দপ্তর।