ব্যারাকপুরঃ, ১ এপ্রিল:- বৃহস্পতিবার দুপুরে ব্যারাকপুর প্রশাসনিক ভবনে এসে একে একে নিজেদের মনোনয়ন পত্র জমা দিলে ভাটপাড়া কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন পুত্র পবন সিং, নৈহাটি কেন্দ্রের বিজেপি পার্থী ফাল্গুনী পাত্র, নোয়াপাড়া কেন্দ্রের বিজেপি পার্থী সুনীল সিং ও খড়দহ বিধানসভা কেন্দ্রের বিজেপি পার্থী শীলভদ্র দত্ত। এদিন কাঁকিনাড়া ফলহারি মন্দিরে পুজো দিয়ে বর্নময় শোভাযাত্রা সহকারে হুড খোলা জিপে চেপে নিজের মনোনয়ন দাখিল করতে আসেন অর্জুন পুত্র পবন সিং। মনোনয়ন শেষে ভাটাপাড়ার বিজেপি প্রার্থী পবন সিং বলেন, মানুষ তার সঙ্গে আছেন। প্রচারে বেরিয়ে মানুষের বিপুল সমর্থনও পাচ্ছি।
তাই বড় ব্যবধানে জয়ের ব্যাপারে তিনি আশাবাদী। এদিকে নোয়াপাড়ার বিজেপি প্রার্থী সুনীল সিং এদিন বলেন,এবারও মানুষের আর্শিবাদ নিয়ে তিনি জয়লাভ করবেন। তিনি আরও বলেন,পুলিশ যত অত্যাচার করবে, বিজেপি ততই লাভবান হবে। তৃণমূল তার কেন্দ্রে তৃতীয় স্থানে থাকবে বলেও সুনীলের দাবি। অপরদিকে নৈহাটি কেন্দ্রের বিজেপি প্রার্থী ফাল্গুনী পাত্রের দাবি, ব্যারাকপুর শিল্পাঞ্চলের ভোট শান্তিপুর্ন হবে। তৃণমূলের সন্ত্রাস মানুষই রুখে দেবে। মানুষের সমর্থন নিয়ে তিনি বিপুল ব্যবধানে জয়লাভ করবেন। এদিন এই চার বিজেপি প্রার্থী ছাড়াও নৈহাটি, জগদ্দল ও উত্তর দমদম কেন্দ্রের সংযুক্ত মোর্চা মনোনীত তিন প্রার্থী ইন্দ্রাণী মুখার্জি, নিমাই সাহা ও তন্ময় ভট্টাচার্য প্রশাসনিক ভবনে মহকুমাশাসকের দফতরে এসে নিজেদের মনোনয়ন জমা দেন।