এই মুহূর্তে জেলা

খেলা হবে , ২২০-২৩০টা আসনে জিতবে তৃণমূল , হাওড়ায় প্রচারে এসে চ্যালেঞ্জ অনুব্রত’র।

হাওড়া , ১ এপ্রিল:- বিধানসভা ভোটে বাংলায় তৃণমূল কংগ্রেস ২২০-২৩০টা আসনে জিতবে বলে রীতিমতো চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন অনুব্রত মন্ডল। বৃহস্পতিবার সন্ধ্যায় উত্তর হাওড়ার তৃণমূল কংগ্রেসের প্রার্থী গৌতম চৌধুরীর সমর্থনে সালকিয়া হাউস সংলগ্ন শ্রীরাম ঢ্যাং রোডে এক নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে এই দাবি করেন বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মন্ডল। তিনি বলেন, “কোনও চিন্তা করবেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ই মুখ্যমন্ত্রী হবেন। খেলা হবে। এই মাটিতেই খেলা হবে। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের কথা ভাবেন। মানুষের কথা চিন্তা করেন। মমতা যা বলেন সেই কাজ করেন। মমতা কারও সাথে বেইমানি করে না। গুজরাট থেকে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বড়ো বড়ো কথা বলে যাচ্ছেন। বেইমান প্রধানমন্ত্রী। মমতা ভীতু কাপুরুষ নয়। আমি দলের একজন সাধারণ কর্মী হয়েই থাকতে চাই। নেতা হলে মমতাকে ঠকিয়ে চলে যাব। তাই সেই কাজ করতে রাজি নই। মমতা যা বলেছে সেই কাজ বাংলায় সব হয়েছে। মানুষকে নিয়ে মমতা চলতে পারে। মানুষের কথা চিন্তা করে মমতা। আর কেউ তা করেনি।

ত্রিপুরাতেও আজ ভয়ঙ্কর হাল। শিক্ষকদের চাকরি চলে গেছে। নরেন্দ্র মোদীর ভন্ডামি আমরা বরদাস্ত করিনা। মমতা বাংলার মানুষের সঙ্গে থাকতে চায়। মমতা বেইমান নয়। বেইমান প্রধানমন্ত্রী মোদীর যত দাড়ি বাড়ছে ততো পেট্রোল আর ডিজেলের দাম বাড়ছে। গ্যাসের দাম আজ ৯০০ টাকা। উনি ভন্ড প্রধানমন্ত্রী। কোনও জায়গায় উনি সোনার বাংলা গড়তে পারবে না। বিজেপি মিথ্যেবাদীর দল। মোদী ভারতের জন্য কি করেছেন? কিছুই করেননি। ব্যাঙ্ক, এলআইসি, প্ল্যাটফর্ম সব বেচে দিয়েছে। ‘জমিদার’ ছিলেন বলে স্টেডিয়ামের নামটাও বদলে নিজের নামে করে নিয়েছেন মোদী। ১৫ লক্ষ টাকাও কারও অ্যাকাউন্টে দেননি। এনআরসি করবে বলছেন। বাংলা কিন্তু ভয়ঙ্কর। বাংলাকে ভুল বোঝানো যায় না। বোকা বানানো যায় না। আজ মমতা না থাকলে ৬৯টা প্রকল্প বাংলায় থাকবে? এই চিন্তা মমতা ছাড়া কেউ করে না। মমতাকে ভয় দেখিয়ে কিছু করা যায়না। আজকে দাঁড়িয়ে বলে যাচ্ছি ২২০-২৩০টা সিট আমরা পাব। চ্যালেঞ্জ করছি। মৃত্যুর ভয় আমি করিনা। রাখালের দল বিজেপি। তোমাদের কাছে আমি হিন্দুত্ব শিখব কেন? বিজেপি আমাদের হিন্দুত্ব শেখাতে এসো না। মমতা বন্দ্যোপাধ্যায় আবার আসবে। কোনও চিন্তা করবেন না। মমতাই মুখ্যমন্ত্রী হবে।”