হাওড়া, ৩ মে:- ওড়িশার বালেশ্বরের কাছে ট্রেন দুর্ঘটনার পর আহত যাত্রীদের জন্য স্পেশাল রিলিফ ট্রেন হাওড়া স্টেশনের ৮ নম্বর প্লাটফর্মে এসে পৌঁছাচ্ছে। তার আগে সমস্ত রকম প্রস্তুতি নেওয়া হয়েছে সেখানে। রয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা। হাওড়া স্টেশনের ৮ নম্বর প্লাটফর্মে উপস্থিত রয়েছেন রেলের আধিকারিকরা। এছাড়াও অ্যাম্বুলেন্স, সহ আরও বিভিন্ন গাড়ি প্রস্তুত করা রয়েছে। যাতে আহতদের বিভিন্ন হাসপাতালে পৌঁছে দেওয়া যায়। এবং সমস্ত রকম প্রস্তুতি হাওড়া স্টেশনে রয়েছে। রেলের তরফ থেকে জানানো হয়েছে হাওড়া স্টেশনে মেডিকেল বুথ খোলা হয়েছে।
অ্যাম্বুলেন্সের ব্যবস্থা রাখা হয়েছে। ৮ নং প্ল্যাটফর্মে বিশেষজ্ঞ ডাক্তার, নার্স সহ ফার্স্ট এইড এর সব সুবিধা রাখা হয়েছে। হাসপাতালের সঙ্গে যোগাযোগ রাখা হয়েছে ভর্তির জন্য।খাবারের প্যাকেট এবং জলের ব্যবস্থা রাখা হয়েছে। আরপিএফ দ্বারা প্রদত্ত সুবিধার প্রাপ্যতা এবং নির্দেশিকা মাইকে ঘোষণা করা হচ্ছে। ৮ নং প্ল্যাটফর্মে ই হুইল চেয়ার, হুইল চেয়ার, স্ট্রেচারের বন্দোবস্ত করা হয়েছে। মে আই হেল্প ইউ বুথ খোলা হয়েছে। স্থানান্তরের জন্য মেন এবং কর্ড লাইনের জন্য সংযোগকারী ট্রেনের ব্যবস্থা করা হয়েছে যাত্রীদের জন্য। এছাড়াও আরও অন্যান্য ব্যবস্থা করা হয়েছে। এর পাশাপাশি সেই প্রস্তুতি এদিন তদারকি করেন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়।