এই মুহূর্তে জেলা

হাওড়ায় বৈশালীর প্রচারে নাড্ডা , গেলেন বেলুড় মঠেও।

হাওড়া , ৩১ মার্চ:- হাওড়ায় ভোট প্রচার ও সাংগঠনিক কাজে এসে বেলুড় মঠ দর্শন করে গেলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। বুধবার বিকেল ৪টে ১০ মিনিট নাগাদ বেলুড় মঠে আসেন তিনি। এরপর মঠ ঘুরে দেখেন। মহারাজদের সঙ্গে সাক্ষাৎ করেন। এরপর ৪টে ৫০ মিনিট নাগাদ তিনি বেলুড় মঠ থেকে বেরিয়ে বালি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী বৈশালী ডালমিয়ার সমর্থনে এক রোড শো’তে অংশ নেন। বেলুড় মঠ বাসস্ট্যান্ড থেকে বালিখাল পর্যন্ত এক বর্ণাঢ্য রোড শো হয়। বালি কেন্দ্রের বিজেপি কর্মী সমর্থকেরা এতে অংশ নেন। প্রথমে বালিখাল থেকে বেলুড় মঠ পর্যন্ত ওই রোড শো হওয়ার কথা থাকলেও পরে কর্মসূচির সামান্য পরিবর্তন হয়। এদিন শিবপুর বিধানসভা কেন্দ্র এলাকার ইছাপুর জলের ট্যাঙ্ক মোড় সংলগ্ন আর ডি প্যালেসে দলের নেতৃত্বকে নিয়ে একটি সাংগঠনিক বৈঠক করারও কথা রয়েছে তাঁর। এরপরই তিনি দিল্লির উদ্দেশ্যে রওনা হবেন বলে জানা গেছে।

এদিন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার এই সফর উপলক্ষে লিলুয়ায় মাতোয়ালা চৌরাস্তার কাছেই আরপিএফ গ্রাউন্ডে অস্থায়ী হেলিপ্যাড বানানো হয়। উল্লেখ্য, এদিন হাওড়ার লিলুয়া রেল কলোনি গ্রাউন্ডে হেলিকপ্টারে এসে নামার পরে জে পি নাড্ডার প্রথমে সেখানে ওয়ার্কশপে পাবলিক মিটিং হওয়ার কথা ছিল। কিন্তু আচমকা বদলে যায় সেই পরিকল্পনা। বিভিন্ন সূত্র মারফৎ জানা যায়, সেই কর্মসূচি বদল হয়েছে। পরে জানা যায় জে পি নাড্ডা বালিখাল থেকে বেলুড় মঠ পর্যন্ত রোড শো করবেন। কিন্তু সেই কর্মসূচিও আচমকা বদল করা হয়। তার বদলে ৩টা ৫০ মিনিটে হেলিকপ্টারে নেমে জে পি নাড্ডা সোজা চলে আসেন বেলুড় মঠে। সেখানে ঠাকুরের মন্দির দর্শন করে সন্ন্যাসীদের সঙ্গে তিনি দেখা করেন। সঙ্গে ছিলেন বালির বিজেপি প্রার্থী বৈশালী ডালমিয়া। এরপরে বেলুড় মঠ থেকে বেরিয়ে তিনি রোড শো শুরু করেন। তবে কেন সফর সূচী বারবার পরিবর্তন করা হল? বিরোধীদের কটাক্ষ পর্যাপ্ত লোক না হওয়ার কারণেই বারবার এই কর্মসূচীর পরিবর্তন। বালিখাল পর্যন্ত যাওয়ার কথা থাকলেও তার আগেই চলে যান নাড্ডা। প্রার্থী বৈশালী মিছিল নিয়ে বালিখাল পর্যন্ত যান।