এই মুহূর্তে জেলা

আজ থেকে শুরু হলো হুগলিতে নির্বাচন , চলবে শনিবার পর্যন্ত।

সুদীপ দাস , ৩১ মার্চ:- বুধবার থেকে হুগলী জেলায় শুরু হয়ে গেলো নির্বাচন। চলবে আগামী শনিবার পর্যন্ত। কি ভাবছেন হুগলি জেলার ১৮টি বিধানসভা কেন্দ্রে তো নির্বাচন ৪র্থ ও পঞ্চম দফায়। আগামি ৬ এবং ১০ই এপ্রিল। তাহলে আজ থেকে কোন নির্বাচন? হ্যাঁ! আজ থেকেই নির্বাচন শুরু হলো! আর তা বিধানসভা নির্বাচনই। এই প্রথম ৮০ বছরের উর্দ্ধে প্রবীন নাগরিকদের জন্য নির্বাচন কমিশনের উদ্যোগে বাড়ি-বাড়ি গিয়ে ব্যালট পেপারে ভোটগ্রহন কর্মসূচি নেওয়া হয়েছে। হুগলী জেলার ১৮টি বিধানসভাতেই যা আজ থেকে শুরু হলো।

একটি ভোটগ্রহন কেন্দ্রে যারা যারা থাকেন অর্থাৎ প্রিসাইডিং অফিসার বিভিন্ন দলের পোলিং এজেন্ট সহ ভোটকর্মীরা ভোটবাক্স হাতে নিয়ে বাড়ি বাড়ি যাচ্ছেন। সঙ্গে থাকছে রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। মূলতঃ আশা কর্মীদের দেওয়া তথ্য অনুযায়ী যে সমস্ত বাড়িতে ৮০ বছরের উর্দ্ধে বৃদ্ধ-বৃদ্ধারা থাকেন সেইসমস্ত বাড়িতে গিয়েই ভোটগ্রহন করা হয়। চুঁচুড়া বালিমোড়ের বাসিন্দা ছায়া মিত্র আজ বাড়িতে বসে ভোট দিয়ে বলেন আমি অত্যন্ত খুশি। গত লোকসভায় আমি বার্ধক্যজনিত অসুস্থতার কারনে ভোটদান কেন্দ্রে গিয়ে গনতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারিনি। কিন্তু আমাদের মত বয়ষ্কদের কথা সরাসরি বাড়িতে এসে ভোটদানের ব্যাবস্থা করবে তা কোনদিনও ভাবিনি।