এই মুহূর্তে জেলা

চাঁপদানির মানুষ পদ্মফুলে ভোট দেবার শুধু অপেক্ষায় আছে – দিলীপ সিং।

হুগলি , ২৮ মার্চ:- চাঁপদানি বিধানসভা কেন্দ্রের জনগণ আগামী ১০ তারিখের জন্য অপেক্ষা করছে ঐদিন এখানকার ভোটাররা পদ্মফুল চিহ্নে বোতাম টিপে ভারতীয় জনতা পার্টির প্রার্থীকে জয়ী করবে। এ ব্যাপারে তিনি ২০০ শতাংশ নিশ্চিত। আজ শ্রীরামপুর প্রভাস্নগর এলাকায় ভোট প্রচার করতে এসে এভাবেই বক্তব্য রাখলেন চাঁপদানি কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ সিং। তিনি বলেন আমার বিধানসভা কেন্দ্রে প্রচুর সমস্যা রয়েছে বিশেষ করে এখানকার নিচু এলাকায় বসবাসকারী মানুষদের কষ্টের শেষ নেই। বারবার ভোট এসেছে ভোট গেছে কিন্তু এদের কোনো প্রশ্নের সুরাহা হয়নি সারা বছর জমা জলের মধ্যে থাকেন এখানকার মানুষ।

এছাড়াও এখানকার রাস্তাঘাট নিকাশি ব্যবস্থা এগুলোর দিকে বিশেষ নজর দিতে হবে। সমস্যাগুলো গভীরভাবে চিন্তা করতে হবে। কারণ ৩৪ বছরে বামফ্রন্ট ১০ বছরের তৃণমূল সরকার কিছুই করেনি তৃণমূল ভেবেছে এমনি এমনি ভোট হয়ে যাবে মানুষকে আর দিতে হবে না কিন্তু ওরা তো জানেনা সেন্ট্রাল ফোর্স এসেছে তাই মানুষ নির্বিঘ্নে ভোট দেবে তিনি বলেন যে এবারে নির্বাচনে আমার প্রতিদ্বন্দ্বী বলতে যিনি আছেন তিনি হলেন কংগ্রেসের আব্দুল মান্নান তাকে আমি ৬০ থেকে ৭০ হাজার ভোটে হারাবো আর তৃণমূল প্রার্থীর কথা না বলাই ভালো। এদিন শ্রীরামপুরের ২৮ নম্বর ওয়ার্ড এ প্রচার সারেন তিনি। সঙ্গে ছিলেন চাঁপদানি বিধানসভার কোনভেনার পরাগতরু মিত্র, জেলার মহিলা সভানেত্রী বিজলী মিত্র সহ অন্যান্য কার্যকর্তারা।