এই মুহূর্তে কলকাতা

নিশ্ছিদ্র নিরাপত্তায় প্রথম দফার নির্বাচন, বিশেষ প্রশিক্ষণ নিরাপত্তা কর্মীদের


কলকাতা , ২০ মার্চ:- ভোটের সময় নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মী আধিকারিকদের ভূমিকা কি হবে তা নির্দিষ্ট করে দিচ্ছে নির্বাচন কমিশন।নিজেদের দায়িত্ব এবং ভূমিকা সম্পর্কে ওই সমস্ত কর্মীদের মনে যাতে কোন ধোঁয়াশা না থাকে সে জন্য এবার বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। রাজ্যে প্রথম দফা নির্বাচনের আগে আগামী সপ্তাহ থেকেই এই প্রশিক্ষণ দেওয়া হবে ভোটের কাজে যুক্ত কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের পাশাপাশি রাজ্য ও কলকাতা পুলিশের কর্মীদের। রাজ্যে বিধানসভা ভোটের চূড়ান্ত কাউন্ট ডাউন শুরু হয়ে গেছে।আগামী শনিবার ২৭ মার্চ রাজ্যে প্রথম দফা নির্বাচন। প্রথম দফায় পাঁচ জেলার মোট ৩০টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ হবে। ইতিমধ্যেই প্রথম দফার নির্বাচনের জন্য প্রার্থীদের মনোয়ন জমা দেওয়ার কাজ শেষ হয়েছে। ২৭ মার্চ পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর পার্ট ১ এবং পূর্ব মেদিনীপুর পার্ট ১ ভোট গ্রহণ হবে। প্রথম দফা নির্বাচনের আগে ২৫ মার্চ জরুরি বৈঠক ডেকেছে জাতীয় নির্বাচন কমিশন। ভার্চুয়াল বৈঠকে কমিশনের ফুল বেঞ্চের পাশাপাশি থাকবেন মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং রাজ্য পুলিশের ডিজি। শান্তিপূর্ণ ভোট করতে কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে সে বিষয়ে জানতে এই জরুরি বৈঠক হবে। কীভাবে বাহিনী মোতায়েন করা হবে সে বিষয়ে রাজ্য প্রশাসনের কাছে জানতে চাওয়া হবে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, প্রায় ৭৭৪ কম্পানি অর্থাৎ ৭৩ হাজার আধা সেনার পাশাপাশি প্রথম দফায় প্রায় ১২ হাজার রাজ্য পুলিশ থাকেন নির্বাচনের দায়িত্বে। প্রথম দফার ভোটে ১১ হাজার ৮১৫ রাজ্য পুলিশ থাকবে। তার মধ্যে ৮ হাজার ৯২৬ লাঠিধারী পুলিশ, ৫৪০ সশস্ত্র পুলিশ, ১১২ ইন্সপেক্টর পদমর্যাদার পুলিশ কর্মী, ১ হাজার ৪৭০ এএসআই পদমর্যাদার পুলিশ,৩৬৭ জন মহিলা কনস্টেবল।কমিশন সূত্রে খবর, কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি কলকাতা ও রাজ্য পুলিশ কর্মীদের বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করবেন পুলিশ পর্যবেক্ষক। সেই প্রশিক্ষন পর্বে বিশেষ ক্লাসে খাতায় কলমে তাঁদের বোঝানো হবে নির্বাচনের দিনে কোন পরিস্থিতিতে কী ভূমিকা তাঁদের থাকবে। এই শিবির হবে ডিভিশন ভাগ করে। থানার ওসি এবং আইসি থেকে শুরু করে তৃণমূল স্তরের কর্মীদের পদমর্যাদা অনুযায়ী এই প্রশিক্ষণ দেওয়া হবে। সোমবার ২২ মার্চ থেকে শুরু হবে প্রশিক্ষণ।