এই মুহূর্তে জেলা

কোচবিহারে নিশীথ-পার্থ সহ চার জনের মনোনয়ন পত্র জমা , কাল দেবেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী


কোচবিহার , ১৮ মার্চ:- পূজার্চনা, ঢাকঢোল বাজিয়ে মিছিল করে একাধিক মনোনয়ন পত্র জমা দিলেন কোচবিহারের বিভিন্ন দলের প্রার্থীরা। এদিন কোচবিহার জেলায় মোট ৪ জন মনোনয়ন পত্র জমা দেন। এরমধ্যে তৃণমূল কংগ্রেসের ৩ ও বিজেপির এক প্রার্থী রয়েছে। আগামী কাল উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ সহ বেশ কয়েকজন মনোনয়ন পত্র জমা দেবেন বলে জানা গিয়েছে। এদিন মাথাভাঙা মহকুমা শাসকের দফতরে মনোনয়ন পত্র জমা দেন শীতলখুচি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ প্রতিম রায় ও মাথাভাঙা বিধানসভা কেন্দ্রের তৃণমূল গিরিন্দ্রনাথ বর্মণ। মনোনয়ন পত্র জমা দেওয়ার আগে মাথাভাঙার পঞ্চানন মোড় থেকে বর্ণাঢ্য মিছিল করে মহকুমা শাসকের দফতরের সামনে আসেন ওই দুই তৃণমূল প্রার্থী।

মনোনয়ন পত্র জমা দেওয়ার পর ওই দুই প্রাথী ব্যাপক ভোটে নিজেদের আসন থেকে জয়লাভ করবেন বলে দাবী করেন। অন্যদিকে কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিজিৎ দে ভৌমিক স্টেশন মোড় এলাকায় থাকা সাই বাবা মন্দিরে রীতিমত যজ্ঞ করেন। সেখান থেকে তিনি গিয়ে পূজা দেন কোচবিহার রাম কৃষ্ণ মঠে। পরে নিউ টাউন এলাকা থেকে বিশাল মিছিল করে কোচবিহার সদর মহকুমা শাসকের দফতরের সামনে পৌঁছে মনোনয়ন পত্র জমা দেন। তিনিও কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হতে চলেছেন বলে দাবী করেন

এদিন কোচবিহারে বিজেপির একমাত্র দিনহাটার প্রার্থী নিশীথ প্রামাণিক মনোনয়ন পত্র জমা দেন। মনোনয়ন পত্র জমা দেওয়ার আগে তিনি দিনহাটা বুড়ি মাতার মন্দিরে গিয়ে পূজা দেন। সেখান থেকে দিনহাটা মহকুমা শাসকের দফতরে যান তিনি। তাঁর মনোনয়ন পত্র জমা দেওয়ার সময় বিজেপি কর্মী সমর্থকদের ব্যাপক জমায়েত দেখা যায় সেখানে। মনোনয়ন পত্র জমা দেওয়ার পর নিশীথ বাবু জানান, আগামী কাল থেকেই তিনি প্রচারে নামছেন।