এই মুহূর্তে জেলা

বিরোধীরা শক্তিশালী না হলে সেই খেলায় মজা নেই , মনোনয়ন জমা দিয়ে বললেন অরূপ রায়।


হাওড়া , ১৭ মার্চ:- শক্তিশালী বিরোধী না হলে সেই খেলায় মজা নেই। মনোনয়ন জমা দিয়ে বললেন অরূপ রায়। বুধবার দুপুরে হাওড়ায় ওল্ড কালেন্টরেট বিল্ডিংয়ে মনোনয়ন জমা দিয়ে সাংবাদিকদের অরূপ রায় বলেন, “আমরা চাই শক্তিশালী প্রতিদ্বন্দ্বী। যদি বিরোধীরা শক্তিশালীই না হয়, তাহলে খেলার মজা কোথায় ? মজা নেই। আমরা নির্বাচনে কখনও ওয়াকওভার নিতে চাই না। আমরা চাই শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হোক। ময়দানে লড়াই চলছে, চলবে।” অরূপ রায় বলেন, “বিজেপি বাংলায় কোনও দলই নয়। ওরা একটা অস্তিত্ব বিহীন উশৃংখল রাজনৈতিক দল। ওদের আগে সংগঠন তৈরি করতে হবে। বুথে এজেন্ট দেবার লোক নেই যাদের তারা নির্বাচনে লড়াই করবে কিভাবে? আমাদের ছেঁটে ফেলা লোকগুলোকে ওরা নিয়েছে।” অরূপ রায় আরও বলেন, “বিরোধীদের সম্মান দিয়েই আমরা নির্বাচনে লড়ব। লড়াই তো হবেই। মানুষ আমাদের বিপুল ভোটে জেতাবে।

অতীতের সব রেকর্ড ভেঙে যাবে। মানুষের সমর্থন দেখে তাই মনে হচ্ছে। হাওড়ায় ১৬ – ০ রেজাল্ট হবে।” পাশাপাশি এদিন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার তথা হাওড়ার শিবপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মনোজ তিওয়ারিও মনোনয়ন জমা দেন। তিনি জানান, এখানে দিদি যা উন্নয়ন করেছে তাতে আমার জেতা নিশ্চিত। মমতা বন্দ্যোপাধ্যায়ই তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হবেন। খেলা তো হবে। আর সেই খেলায় আমি জিতবো। এ ব্যাপারে আমি দু’শো শতাংশ নিশ্চিত। পাশাপাশি তিনি আরও বলেন, দীর্ঘদিন আমি  ক্যাপ্টেন ছিলাম। তাই এখানে টিম গেম হবে। সবাইকে সঙ্গে নিয়ে দলবদ্ধভাবে নির্বাচনে লড়াই করব। আগামী দিনে মানুষের সমস্যা মেটাবো।