ব্যারাকপুর, ১৭ মার্চ:- নির্বাচনের আগে ফের উত্তপ্ত জগদ্দল। বুধবার সন্ধে সাড়ে সাতটা নাগাদ জগদ্দলের মজদুর ভবন সংলগ্ন ১৮ নম্বর গলিত ব্যাপক বোমাবাজি করে দুষ্কৃতীরা। বোমার স্পিন্টার ছিটকে জখম হন ১৪ বছরের কিশোর অমিত তেওয়ারি। ঘটনার সময় অমিত ঘরে বসেছিল। তখনই বোমার স্পিন্টার ছিটকে এসে ওই কিশোরের ডান পায়ে লাগে। এদিকে আতঙ্কিত এলাকাবাসীরা ঘর ছেড়ে বেরিয়ে এসে প্রতিবাদ জানায়। দুষ্কৃতী তান্ডবে অতিষ্ঠ ১৮ গোলির বাসিন্দারা। তাদের অভিযোগ পুলিশ আসল অপরাধীদের না ধরে নিরীহ ছেলেদের হেনস্থা করছে। জখম কিশোর অমিতের মা মঞ্জু তেওয়ারী জানান, আমরা ঘরের মধ্যে বসেছিলাম। ঠিক সেই সময়ে দরজার সামনে বোমা এসে পড়ে। দরজা খোলা থাকায় সেই বোমার স্পিন্টার এসে ছেলের ডান পায়ে লাগে। অপরদিকে আতপুর রেলওয়ে সাইডিংয়েও দুটি বোমা ছুড়েছে দুষ্কৃতীরা। উভয় ক্ষেত্রেই অভিযোগের আঙুল শাসকদলের দুষ্কৃতীদের দিকে। যদিও স্থানীয় তৃণমূল নেতা সঞ্জয় সিংয়ের দাবি, এই বোমাবাজির ঘটনা রাজনৈতিক কারণে ঘটেনি। কোন ব্যাক্তিগত আক্রোশের জেরই এই ঘটনা। এদিকে উত্তেজনা থাকায় ঘটনাস্থলে জগদ্দল থানার বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।
Related Articles
দিনের পর দিন বেহাল অবস্থা মেজিয়া রেল সেতুর , বাড়ছে পথ দুর্ঘটনার আশঙ্কা।
বাঁকুড়া , ৭ জুলাই:- বাঁকুড়ার সঙ্গে পূর্ব ও পশ্চিম বর্ধমানের যোগাযোগ রেখেছে এই দামোদর ভ্যালি কর্পোরেশন নির্মিত মেজিয়া রেল সেতু। বিগত কয়েক বছর ধরেই সেই সেতুর হাল দিনের পর দিন বেহাল অবস্থা হয়ে পড়েছে।সেতুর বিভিন্ন স্থানে তৈরি হয়েছে গভীর গর্তের। সেতুর ঢালাই অংশের রড ও বেরিয়ে পড়েছে। আর সেই বেরিয়ে থাকা রড বাইকের চাকায় লেগে […]
চাঁপদানির মানুষ পদ্মফুলে ভোট দেবার শুধু অপেক্ষায় আছে – দিলীপ সিং।
হুগলি , ২৮ মার্চ:- চাঁপদানি বিধানসভা কেন্দ্রের জনগণ আগামী ১০ তারিখের জন্য অপেক্ষা করছে ঐদিন এখানকার ভোটাররা পদ্মফুল চিহ্নে বোতাম টিপে ভারতীয় জনতা পার্টির প্রার্থীকে জয়ী করবে। এ ব্যাপারে তিনি ২০০ শতাংশ নিশ্চিত। আজ শ্রীরামপুর প্রভাস্নগর এলাকায় ভোট প্রচার করতে এসে এভাবেই বক্তব্য রাখলেন চাঁপদানি কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ সিং। তিনি বলেন আমার বিধানসভা কেন্দ্রে […]
ডেঙ্গিতে আক্রান্ত হলেন হাওড়া জেলা হাসপাতালের সুপার।
হাওড়া , ২৪ সেপ্টেম্বর:- ডেঙ্গিতে আক্রান্ত হলেন হাওড়া জেলা হাসপাতালের সুপার ডাঃ নারায়ণ চট্টোপাধ্যায়। কিছুদিন আগে তিনি করোনাতে আক্রান্ত হয়েছিলেন। করোনাকে হারিয়ে আবার কাজে যোগ দিয়েছিলেন তিনি। স্বীকৃতিস্বরূপ গত ১৫ আগস্ট স্বাধীনতা দিবসের দিন কোভিড ওয়ারিয়র হিসেবে মুখ্যমন্ত্রীর হাত থেকে পুরষ্কার নেন তিনি। জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গিয়েছে, গত সোমবার তাঁর ডেঙ্গি রিপোর্ট পজিটিভ আসে। এরপরই […]






