এই মুহূর্তে জেলা

জগদ্দলে ব্যাপক বোমাবাজি , এলাকায় আতঙ্ক।

ব্যারাকপুর, ১৭ মার্চ:- নির্বাচনের আগে ফের উত্তপ্ত জগদ্দল। বুধবার সন্ধে সাড়ে সাতটা নাগাদ জগদ্দলের মজদুর ভবন সংলগ্ন ১৮ নম্বর গলিত ব্যাপক বোমাবাজি করে দুষ্কৃতীরা। বোমার স্পিন্টার ছিটকে জখম হন ১৪ বছরের কিশোর অমিত তেওয়ারি। ঘটনার সময় অমিত ঘরে বসেছিল। তখনই বোমার স্পিন্টার ছিটকে এসে ওই কিশোরের ডান পায়ে লাগে। এদিকে আতঙ্কিত এলাকাবাসীরা ঘর ছেড়ে বেরিয়ে এসে প্রতিবাদ জানায়। দুষ্কৃতী তান্ডবে অতিষ্ঠ ১৮ গোলির বাসিন্দারা। তাদের অভিযোগ পুলিশ আসল অপরাধীদের না ধরে নিরীহ ছেলেদের হেনস্থা করছে। জখম কিশোর অমিতের মা মঞ্জু তেওয়ারী জানান, আমরা ঘরের মধ্যে বসেছিলাম। ঠিক সেই সময়ে দরজার সামনে বোমা এসে পড়ে। দরজা খোলা থাকায় সেই বোমার স্পিন্টার এসে ছেলের ডান পায়ে লাগে। অপরদিকে আতপুর রেলওয়ে সাইডিংয়েও দুটি বোমা ছুড়েছে দুষ্কৃতীরা। উভয় ক্ষেত্রেই অভিযোগের আঙুল শাসকদলের দুষ্কৃতীদের দিকে। যদিও স্থানীয় তৃণমূল নেতা সঞ্জয় সিংয়ের দাবি, এই বোমাবাজির ঘটনা রাজনৈতিক কারণে ঘটেনি। কোন ব্যাক্তিগত আক্রোশের জেরই এই ঘটনা। এদিকে উত্তেজনা থাকায় ঘটনাস্থলে জগদ্দল থানার বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।