এই মুহূর্তে কলকাতা

ভোটমুখী ৩ বিধানসভার আইনশৃঙ্খলার নজর রাখতে রাজ্যকে চিঠি কমিশনের।

কলকাতা, ৭ সেপ্টেম্বর:- রাজ্যে ভোট মুখী ৩টি বিধানসভা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি র দিকে বিশেষভাবে নজর রাখার কথা বলে নির্বাচন কমিশন রাজ্য সরকারকে চিঠি দিয়েছে। আগামী ৩০ সেপ্টেম্বর যাতে ওউ তিন কেন্দ্রে কোনওভাবেই আইন-শৃঙ্খলার অবনতিজনিত পরিস্থিতি তৈরি না হয়, সেদিকে বিশেষভাবে লক্ষ্য রাখতে রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে কমিশন। সোমবার রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী এবং মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবকে চিঠি দিয়ে নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছে যে, ওই ৩ কেন্দ্রের দৈনিক আইন-শৃঙ্খলার রিপোর্ট প্রতিদিন পাঠাতে হবে কমিশনের কাছে। নির্দেশে বলা হয়েছে, এই তিনটি কেন্দ্রে প্রত্যেকদিন আইনশৃঙ্খলা নিয়ে কমিশনকে প্রতিদিন রিপোর্ট দিতে হবে। লক্ষ্য রাখতে হবে যাতে আদর্শ আচরণবিধি কোনও ভাবেই লঙ্ঘিত না হয়।

যে অঞ্চলগুলোতে নির্বাচন ও উপনির্বাচন হবে সেখানে উন্নয়নসংক্রান্ত কাজের নতুন কোনও অর্থ বরাদ্দ বা উদ্বোধন করা যাবে না। যে প্রকল্পগুলির কোনও ওয়ার্ক অর্ডার বের হয়নি সেগুলোর কোনও কাজ শুরু করা যাবে না। কমিশনের চিঠি পাওয়ার পর রাজ্যের মুখ্যসচিব কলকাতা পুলিশের কমিশনার ও মুর্শিদাবাদের পুলিশ সুপারকে আইন-শৃঙ্খলা পরিস্থিতির দিকে নজর রাখতে নির্দেশ দিয়েছেন। ইতিমধ্যেই নবান্ন ও মুখ্য নির্বাচন আধিকারিকের দফতর সংশ্লিষ্ট জেলাগুলোতে নির্বাচন কমিশনের নির্দেশের চিঠি পাঠিয়ে দিয়েছে। অনেকেই মনে করছেন উপনির্বাচনের সময় পুলিশ প্রশাসন যেহেতু সরাসরি কমিশনের অধীনে থাকে না, তাই এখন থেকেই চিঠি পাঠিয়ে চাপ দিয়ে কমিশন ওই ৩ কেন্দ্রের পরিস্থিতি যতটা সম্ভব নিজেদের নজরের আওতায় রাখতে চাইছেন।