ব্যারাকপুর, ১৭ মার্চ:- নির্বাচনের আগে ফের উত্তপ্ত জগদ্দল। বুধবার সন্ধে সাড়ে সাতটা নাগাদ জগদ্দলের মজদুর ভবন সংলগ্ন ১৮ নম্বর গলিত ব্যাপক বোমাবাজি করে দুষ্কৃতীরা। বোমার স্পিন্টার ছিটকে জখম হন ১৪ বছরের কিশোর অমিত তেওয়ারি। ঘটনার সময় অমিত ঘরে বসেছিল। তখনই বোমার স্পিন্টার ছিটকে এসে ওই কিশোরের ডান পায়ে লাগে। এদিকে আতঙ্কিত এলাকাবাসীরা ঘর ছেড়ে বেরিয়ে এসে প্রতিবাদ জানায়। দুষ্কৃতী তান্ডবে অতিষ্ঠ ১৮ গোলির বাসিন্দারা। তাদের অভিযোগ পুলিশ আসল অপরাধীদের না ধরে নিরীহ ছেলেদের হেনস্থা করছে। জখম কিশোর অমিতের মা মঞ্জু তেওয়ারী জানান, আমরা ঘরের মধ্যে বসেছিলাম। ঠিক সেই সময়ে দরজার সামনে বোমা এসে পড়ে। দরজা খোলা থাকায় সেই বোমার স্পিন্টার এসে ছেলের ডান পায়ে লাগে। অপরদিকে আতপুর রেলওয়ে সাইডিংয়েও দুটি বোমা ছুড়েছে দুষ্কৃতীরা। উভয় ক্ষেত্রেই অভিযোগের আঙুল শাসকদলের দুষ্কৃতীদের দিকে। যদিও স্থানীয় তৃণমূল নেতা সঞ্জয় সিংয়ের দাবি, এই বোমাবাজির ঘটনা রাজনৈতিক কারণে ঘটেনি। কোন ব্যাক্তিগত আক্রোশের জেরই এই ঘটনা। এদিকে উত্তেজনা থাকায় ঘটনাস্থলে জগদ্দল থানার বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।
Related Articles
নিজের পেটে ছুরি মেরে আত্মহত্যার চেষ্টা বিডিও অফিসের কর্মীর।
হুগলি, ১১ অক্টোবর:- নিজের পেটে ছুরি মেরে আত্মহত্যার চেষ্টা পোলবা বিডিও অফিসের কর্মির! আশঙ্কা জনক অবস্থায় প্রথমে পোলবা পরে চুঁচুড়া ইমামবাড়া জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশ সূত্রে জানা গেছে, পোলবা বিডিও অফিসের চতুর্থ শ্রেণীর কর্মি শঙ্কর রুই দাস (৫৫)। ঢ্যাড়া পেটানোর কাজ করেন তিনি। আজ অফিসের ভিতর তাকে ছুরিকাহত হয়ে পরে থাকতে দেখেন অন্য […]
চতুর্থ দফার ভোটে বহু আসনে মহিলারাই নির্ণায়ক, বলছে নির্বাচন কমিশনের হিসাব
কলকাতা, ৭ এপ্রিল:-রাজ্যের চতুর্থ দফার নির্বাচনে বেশ কয়েকটি আসনে মহিলা ভোটদাতারা নির্ণায়ক ভূমিকা নিতে চলেছেন।আগমী শনিবার চতুর্থ দফায় ভোট গ্রহণ হতে চলা দক্ষিণ ২৪ পরগণার ১১টি বিধানসভা আসনে মোট ভোটদাতার সংখ্যার নিরিখে মহিলা ভোটদাতাদের সংখ্যা পুরুষ ভোটারদের তুলনায় বেশি।৬টি বিধানসভা কেন্দ্র সোনারপুর উত্তর, যাদবপুর, টালিগঞ্জ, বেহালা উত্তর ও বেহালা দক্ষিণে পুরুষদের তুলনায় মহিলা ভোটদাতার সংখ্যা […]
শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য এসএসকেএমে মুখ্যমন্ত্রী।
কলকাতা, ২৯ ডিসেম্বর:- মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ শারীরিক পরীক্ষা নিরীক্ষার জন্য এস এস কে এম হাসপাতালে যান। তিনি জানান, রুটিন চেক আপের জন্যই হাসপাতালে এসেছেন তিনি। এদিন উডবার্নে প্রবেশ করার মুখে মুখ্যমন্ত্রী জানান তাঁর কিছু এক্স-রে, ইসিজি জাতীয় সাধারণ পরীক্ষা নিরীক্ষার কারণে তাঁকে হাসপাতালে আসতে হয়েছে। উল্লেখ্য, গত পঞ্চায়েত নির্বাচনের প্রচারে উত্তরবঙ্গে থাকার সময় কপ্টার […]








