এই মুহূর্তে জেলা

ভদ্রেশ্বরে শুরু হল বাংলা মোদের গর্ব।

প্রদীপ বসু, ১৯ জানুয়ারি:- ভদ্রেশ্বরে শুরু হল বাংলা মোদের গর্ব। পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং হুগলি জেলা প্রশাসন ও ভদ্রেশ্বর পৌরসভার সহযোগিতায় শুরু হয় বাংলা মোদের গর্ব অনুষ্ঠান। শুক্রবার ভদ্রেশ্বর চন্ডীতলা মাঠে অনুষ্ঠানের শুভ সূচনা করেন রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন। উপস্থিত ছিলেন চন্দননগরের মহানাগরিক রাম চক্রবর্তী, উপ মহানাগরিক মুন্না আগরওয়াল, বিধায়ক অসিত মজুমদার, বিধায়ক অরিন্দম গুইন, বিধায়ক অসীমা পাত্র, হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা, কর্মাধ্যক্ষ সুবীর মুখার্জী, ভদ্রেশ্বর পুরসভার চেয়ারম্যান প্রলয় চক্রবর্তী, হুগলি জেলা শাসক মুক্তা আর্য্য সহ ভদ্রেশ্বরের পুরসদস্যরা প্রমুখ।

কলকাতা ও জেলার নানান খ্যাতনামা শিল্পীদের সাংস্কৃতিক অনুষ্ঠান। এর পাশাপাশি থাকছে হস্তশিল্প মেলা। যেখানে জেলার নানান হস্তশিল্পীরা তাদের হাতে তৈরী সামগ্রী বিক্রি করতে পারবে। এছাড়া থাকছে পশ্চিমবঙ্গ সরকারের বিশেষ প্রদর্শনী ‘করার ঐ লৌহ কপাট ‘। তিন দিন ব্যাপী এই অনুষ্ঠান চলবে ২১ শে জানুয়ারি পর্যন্ত। অনুষ্ঠান চলাকালীন প্রতিদিন রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প এই উৎসবে প্রদর্শনীর মাধ্যমে তুলে ধরা হবে। এইদিন অনুষ্ঠানের উদ্বোধনী মঞ্চ থেকে গত বছরের চন্দননগরের সেরা দশটি পুজো কমিটিকে বিশ্ব বাংলা জগদ্ধাত্রী সম্মান তুলে দেওয়া হয়।