এই মুহূর্তে কলকাতা

১০ দফা প্রতিশ্রুতিকে সামনে রেখে তৃণমূলের ইশতেহার প্রকাশ।

কলকাতা , ১৭ মার্চ:- রাজ্যের প্রতিটি পরিবারে ন্যূনতম মাসিক আয় নিশ্চিত করা, ছাত্র- যুবদের স্বনির্ভর করতে সহজ শর্তে ঋণ প্রদানের মত ১০ দফা প্রতিশ্রুতিকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস আজ আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য তাদের ইশতেহার প্রকাশ করেছে। কালীঘাটে বাসভবনে এক সাংবাদিক বৈঠকে আনুষ্ঠানিকভাবে ইশতেহার প্রকাশ করে তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেন, ধর্ম বর্ণ সম্প্রদায় নির্বিশেষে সমস্ত মানুষের সম্প্রীতি ও উন্নয়নকে সামনে রেখে কাজ করার বিষয়টিকে তাদের প্রস্তাবিত কর্মসূচিতে গুরুত্ব দেওয়া হয়েছে। রাজ্যের প্রায় 50 লক্ষেরও বেশি মানুষের মতামত ও চাহিদা একত্রিত করে নির্বাচনী ইশতেহারের ১০ দফা কর্মসূচি স্থির করা হয়েছে বলে তিনি জানান। তৃণমূল কংগ্রেস নেত্রী বলেন, বিগত ১০ বছরে রাজ্য সরকারের বহু কাজ এবং প্রকল্প আন্তর্জাতিক স্তরে স্বীকৃতি পেয়েছে। এ প্রসঙ্গে তিনি কন্যাশ্রী, সবুজ সাথীর মত প্রকল্পের রাষ্ট্রপুঞ্জের স্বীকৃতি পাওয়ার বিষয়টি উল্লেখ করেন। তিনি বলেন একশ দিনের কাজে বাংলা সারা দেশের মধ্যে এক নম্বর স্থানে রয়েছে।

করোনা পরিস্থিতি ও তার জেরে চলা লকডাউন এর সময়তেও পরিযায়ী শ্রমিক দের খাদ্য যোগাতে হোক বা তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে রাজ্য সরকার সফল পদক্ষেপ গ্রহণ করেছে। রাজ্যে পরবর্তী তৃণমূল কংগ্রেস সরকার গঠিত হলে রাজ্য সরকারের সমস্ত জনকল্যাণমূলক কর্মসূচি ও প্রকল্প অব্যাহত রাখা হবে। পাশাপাশি প্রত্যেক পরিবারের ন্যূনতম মাসিক আয় সুনিশ্চিত করতে আগামী দিনে প্রতিটি তপশিলি পরিবারকে মাসিক এক হাজার টাকা এবং প্রতিটি সাধারণ পরিবারকে মাসিক ৫০০ টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার প্রতিশ্রুতি দেয়া হয়েছে তৃণমূল কংগ্রেসের ইশতেহারে। এছাড়া তৃণমূল কংগ্রেস নেত্রী ছাত্র- যুবদের শিক্ষা ও কর্মসংস্থানের লক্ষ্যে স্টুডেন্ট ক্রেডিট কার্ড চালু করার প্রতিশ্রুতি দেন। তিনি বলেন ওই ক্রেডিট কার্ডের মাধ্যমে সুবিধাভোগীরা বার্ষিক ১০% সুদের হারে ১০ লক্ষ টাকা ঋণ পাবেন। রাজ্য সরকারই ঐদিনের জামিনদার হবে। কৃষক বন্ধু প্রকল্পে অর্থ সাহায্যের পরিমাণ একর প্রতি ছয় হাজার টাকা থেকে বাড়িয়ে ১০ হাজার টাকা করার কথা ঘোষণা করা হয়েছে। আগামী মে মাস থেকে খাদ্যসাথী প্রকল্পের উপবক্তারা নিজেদের বাড়ির দোরগোড়ায় রেশন পাবেন বলেও তিনি জানান।