এই মুহূর্তে জেলা

প্রকাশ্য দিবালোকে প্রোমোটার ঘনিষ্ঠকে গুলি শ্যামনগরে , এলাকায় আতঙ্ক

ব্যারাকপুর , ৯ মার্চ:- প্রকাশ্যে দিবালোকে দুষ্কৃতীদের ছোড়া গুলিতে গুরুতর জখম হলেন এক প্রোমোটার ঘনিষ্ঠ। বুধবার সাত সকালে ঘটনাটি ঘটেছে জগদ্দল থানার শ্যামনগর মনসাতলা এলাকায়। গুলিবিদ্ধ ব্যাক্তির নাম কাজল চৌধুরী (৬০)। স্থানীয় সুত্রে জানা গিয়েছে,জখম ব্যাক্তি ওই এলাকারই এক প্রোমোটার শঙ্খ রাজবংশির ম্যানেজার হিসেবে কাজ করতেন। এমনকি তিনি তার ব্যাবসার হিসাব পত্রও দেখাশোনা করতেন বলে জানা গেছে। এদিকে এলাকায় প্রকাশ্যে গুলি চালানোর ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে। এদিকে দুষ্কৃতীদের গুলিতে জখম কাজলবাবুকে প্রথমে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে কল্যানির জেএমএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে তড়িঘড়ি ছুটে আসে জগদ্দল থানার পুলিশ। ইতিমধ্যে পুলিশ দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে। এদিকে এই ঘটনা প্রসঙ্গে স্থানীয় এক দোকান মালিক দেবাশিস মুখার্জি জানান, এদিন সকালে ওই ভদ্রলোক সাইকেলে চেপে এসে তার কাছে জানতে চান পেন আছে কিনা। তিনি হ্যা বলাতেই ওই ভদ্রলোক সাইকেল দাঁড় করিয়ে নেমে আসেন।

তাকে পেন দেবার আগেই একটা দুম করে শব্দ শুনতে পাই। তারপর তাকিয়ে দেখি উনি হাতটা নিচু করে মাটিতে বসে পড়েছেন। সেই সামনে দিয়ে দুইজনকে পালিয়ে যেতেও দেখি। কিন্তু কারনে দুষ্কৃতীরা উনার ওপর গুলি চালাল সঠিক বলতে পারব না। অপরদিকে ভাটপাড়া পুরসভার পুর-প্রশাসক অরুন বন্দোপাধ্যায় জানান, এলাকার ৪ নম্বর গার্লস স্কুলে নির্মানের কাজ চলছে। জখম ব্যাক্তি কাজল চৌধুরী লেবারদের পেমেন্ট করার জন্যে একটি ব্যাগে করে টাকা নিয়ে আসছেন এই সন্দেহে দুষ্কৃতীরা ওর ব্যাগ ধরে টানাটানি করতে থাকে। উনি ব্যাগটি দিতে না চাওয়ায় ওকে দুষ্কৃতীরা গুলি করে চম্পট দেয়। তিনি আরও বলেন, এলাকার সিসিটিভি ফুটেজে দেখা গেছে একটা বাইকে তিনজন এসেছিল। ঘটনাটি পুলিশকে জানান হয়েছে। দুষ্কৃতীদের পাকড়াও করে তাদের উপযুক্ত শাস্তির দাবি করেন পুর-প্রশাসক। এদিন তিনি আরও বলেন, এই ধরনের ঘটনা এই অঞ্চলে আগে কখনো ঘটেছে বলে আমার ঞ্জানত জানা নেই। এলাকার এক প্রবীণ নাগরিক জানান,নির্বাচনের প্রাক্কালে এই ধরনের ঘটনায় রীতিমত আতঙ্কিত এলাকার বাসিন্দারা। তাই নির্বাচনকে কেন্দ্র করে আগামী দিনেও এই ধরনের ঘটনা ঘটার আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয়রা।