এই মুহূর্তে জেলা

নায়িকা হিসেবে মানুষের ভালোবাসা পেয়েছি , রাজনৈতিক নেত্রী হিসাবেও মানুষের স্বীকৃতি আদায় করবো – সায়ন্তিকা।


বাঁকুড়া , ৯ মার্চ:- আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জি আজ বাঁকুড়া নিজের বিধানসভা কেন্দ্রে আসেন। তিনি এখানে মা মহামায়া মন্দিরে পুজো দিয়ে তাঁর প্রচার পর্ব শুরু করেন। তাঁর আগমনে স্থানীয় তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছাস ছিল চোখে পড়ার মতো। বিগত বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন মিনতী মিশ্র । আজ বাঁকুড়া থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জি তাঁর বাড়ি যান। এই এলাকায় পুরোপুরি প্রচার শুরু করার আগে তিনি তাঁর পূর্বসূরির আশীর্বাদ নিতে যান। বর্ষীয়ান তৃণমূল কংগ্রেসের নেত্রী মিনতি মিশ্র সায়ন্তিকা ব্যানার্জিকে আশীর্বাদ করেন ও আশা প্রকাশ করেন যে তিনি এবার অবশ্যই জয়ী হবেন। আজ বাঁকুড়ার তৃণমূল ভবনে বাঁকুড়া থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জি এক সাংবাদিক সম্মেলন করেন। তিনি বলেন যে নায়িকা হিসেবে তিনি মানুষের ভালোবাসা পেয়েছেন এবার রাজনীতিক নেতা হিসেবে তিনি সেই স্বীকৃতি তাঁর কাজের মাধ্যমে আদায় করে নেবেন। তিনি বলেন যে তিনি তাঁর প্রতিদ্বন্দ্বীকে নিয়ে ভাবিত নন কারণ তাঁর সাথে মমতা ব্যানার্জি আছেন।

বহিরাগত প্রশ্নে তিনি বলেন যে এর উত্তর বাঁকুড়ার মানুষ দেবে। তাঁকে প্রশ্ন করা হয় যে মুনমুন সেনকে নিয়ে এই এলাকায় মানুষের অন্য রকম অভিজ্ঞতা আছে। এর উত্তরে তিনি বলেন যে হাতের পাঁচটা আঙুল সমান নয়। তিনি বলেন যে তৃণমূল কংগ্রেসের প্রত্যেকেরই একটিই কাজ মমতা ব্যানার্জির হাত শক্ত করা। সায়ন্তিকা বলেন যে মমতা ব্যানার্জি ও কল্যাণ ব্যানার্জির মতো সিনিয়র নেতাদের আশীর্বাদ নিয়ে তিনি এই কাজটিই করবেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে সায়ন্তিকা ব্যানার্জি বলেন যে তিনি নায়িকা হিসেবে মানুষের অনেক ভালোবাসা পেয়েছেন এবার বিধাযক হিসেবে সেটি পেতে চান। তিনি বলেন যে মন্দিরে পুজো দিয়ে তিনি মায়ের কাছে আশীর্বাদ কামনা করেছেন। তিনি বলেন যে বাঁকুড়ার মানুষের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে তিনি আপ্লুত ও এই কাজের জন্য তিনি বাঁকুড়ার মানুষের সাহায্য কামনা করেন। তিনি দাবি করেন যে খেলা শুরু হয়ে গেছে এবার রাতে দিনে সবসময় জোরদার খেলা হবে। সায়ন্তিকা তাঁর সিনেমার সংলাপ আউড়ে বলেন যে তিনি মানুষের একজন হতে চান ও তাঁরা সকলেই মমতা ব্যানার্জির সাথে আছেন। মঙ্গলবার বাঁকুড়ার তৃণমূল ভবনে এক সাংবাদিক সম্মেলনে সায়ন্তিকা ব্যানার্জি এই এলাকায় সাধারণ মানুষের সাথে কথা বলেন। এলাকার শিশুদের সাথে তিনি হাত মেলান ও তাঁদের সাথে বেশ কিছু সময় কাটান।