হুগলি, ৫ ফেব্রুয়ারি:- দীর্ঘদিন নালা পরিষ্কার হয় না। ফলে, নিকাশির জল ঢুকছে ঘরে। বারবার জানিয়েও সমস্যার সমাধান না হওয়ায় সোমবার চুঁচুড়ার লেনিননগরের বাসিন্দারা একজোটে কোদালিয়া ১ পঞ্চায়েত প্রধান সুকান্ত ঘোষের কাছে জবাবদিহি চাইতে যান। কিন্তু প্রধানের দেখা মেলেনি। বাসিন্দাদের দাবি, ফোনে প্রধান জানান, বিকেল পাঁচটার আগে পঞ্চায়েতে যেতে পারবেন না।
এরপরেই পঞ্চায়েতের গেটে তালা ঝুলিয়ে দেন ক্ষুদ্ধ বাসিন্দারা। ভিতরে আটকে পড়েছেন কর্মীরা। ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ। বেশকিছুক্ষণ বচসা চলার পর অবশেষে পুলিশি আশ্বাসে বিকেল পাঁচটায় প্রধানের সঙ্গে বৈঠক করতে রাজি হন বাসিন্দারা। প্রায় ঘণ্টা দেড়েক পর খুলে দেওয়া হয় তালা।