বাঁকুড়া , ২৮ ফেব্রুয়ারি:- আজ তামলিবাঁধ ময়দানে স্বর্গীয় কাশীনাথ মিশ্র চ্যাম্পিয়ন ও স্বর্গীয় জহর সিং টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়। তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ ব্যানার্জি এই প্রতিযোগিতার উদ্বোধন করেন। এই এলাকার সমাজসেবী সুদীপ চক্রবর্তী ওরফে মুন্না চক্রবর্তীর উদ্যোগে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতার উদ্বোধন করতে এসেও কল্যাণ ব্যানার্জির মুখে বিধানসভা নির্বাচনের সুর শোনা গেল। তিনি দাবি করেন যে মমতা ব্যানার্জি আবার তৃতীয় বারের জন্য মুখ্যমন্ত্রী পদে বসতে চলেছেন ও এই রাজ্যের জনতা বিজেপিকে প্রত্যাখান করবে। তিনি বলেন যে কাশীনাথ মিশ্র আম জনতার নেতা ছিলেন। এরই সাথে তিনি জহর সিং এর প্রতিও শ্রদ্ধা জ্ঞাপন করেন।
বলেন যে এই এলাকার তৃণমূল কংগ্রেসকে মজবুত করতে স্বর্গীয় জহর সিং এর বিরাট অবদান আছে। তিনি জানান যে জহর সিং এর মৃত্যুতে মর্মাহত মমতা ব্যানার্জি নিজে বাঁকুড়া ছুটে আসেন। অন্যদিকে এই প্রতিযোগিতার বিষয়ে আয়োজকদের একজন অজিত চক্রবর্তী জানান যে জহর সিং তাঁদের অত্যন্ত প্রিয় ছিলেন তাই তাঁর স্মৃতিতে 2019 থেকে এই প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। করোনার কারণে গত বছর অনুষ্ঠিত করা যায় নি তবে এই বছর আবার করা হচ্ছে এবং আগামী দিনেও করা হবে। তিনি বলেন যে 16টি টিম এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন যাতে চার জন খেলোয়াড় প্রতি টিমে জেলার বাইরের হতে পারে আগামী 13 ই মার্চ রাত্রে এই প্রতিযোগিতার ফাইনাল খেলা হবে।