এই মুহূর্তে জেলা

জেলায় প্রচারের ক্ষেত্রে অন্যান্য দলের থেকে তুলনামূলকভাবে অনেকটাই এগিয়ে রয়েছে তৃণমূল।

হুগলি , ২৭ ফেব্রুয়ারি:- শুক্রবার ঘোষণা হয়েছে বিধানসভা নির্বাচনের নির্ঘন্ট। প্রচারের ময়দানে নেমে পড়েছে রাজনৈতিক দলগুলো। দেওয়ালে দেওয়ালে ছেয়ে গেছে কার্টুন, ছড়া, স্লোগান। জেলায় প্রচারের ক্ষেত্রে অন্যান্য দলের থেকে তুলনামূলক ভাবে অনেকটাই এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। দেওয়াকে লেখা হয়েছে জোড়া ফুল চিহ্নে ভোট দিন। পাশে তৃনমূল কংগ্রেস প্রার্থীর নামের জায়গাটা ফাঁকা রাখা হয়েছে। এভাবেই শহর থেকে গ্রাম দেওয়াল লিখে জেলার সর্বত্রই প্রচার শুরু করেছে তৃণমূল কংগ্রেস। দেওয়ালে লিখনের মাধ্যমে তুলে ধরা হয়েছে রাজ্য সরকারের কন্যাশরী, যুবশ্রী, রূপশ্রী থেকে স্বাস্থ্সাথী সহ যাবতীয় প্রকল্পের নাম। দেওয়াল লিখনে বিশেষ গুরুত্ত্ব পেয়েছে তৃণমূল কংগ্রেসের নতুন স্লোগান’বাংলা নিজের মেয়েকে চায়। একইসঙ্গে বিজেপিকে আক্রমণ করে দেওয়াল লিখনও নজরে পড়েছে। ব্যাঙ্গাত্বক ছড়া যেমন ‘হরেকৃষ্ণ হরে হরে, যত চোর বিজেপির ঘরে’। স্বাস্থ্সাথী প্রকল্পকে প্রচারের হাতিয়ার করে লেখা হয়েছে ‘বুড়ি মায়ের স্বাস্থ সাথী, ফুলিয়ে বলে বুকের ছাতি, অপারেশন ফ্রিতে হবে, বন্ধু এবার খেলা হবে’। কার্টুন ছবি থেকে উন্নয়নের খতিয়ান সবই তুলে ধরা হচ্ছে দেওয়াল লিখনের মাধ্যমে।

স্লোগান, গানের পর এবার তৃণমূলের দেওয়াল লিখনেও জায়গা করে নিয়েছে সেই একই শব্দ ‘খেলা হবে’। এভাবেই জেলার সর্বত্রই প্রচারে এগিয়ে রয়েছ তৃণমূল কংগ্রেস। কার্যত দেওয়াল লিখন শুরুই করেনি বিজেপি। তবে জেলার বেশ কিছু জায়গায় বিজেপি সমর্থকদের ছড়া লেখা পোস্টার মারতে দেখা গেছে। বিজেপি পোস্টারে লিখেছে’হরে কৃষ্ণ হরে হরে, বিজেপি এবার ঘরে ঘরে। জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি দিলীপ যাদব বলেছেন, আসন্ন নির্বাচনে বিশাল ব্যবধানে জয় করে এক মাত্র লক্ষ। তাই জেলা জুড়ে প্রচারে জোর দেওয়া হয়েছে। ছাত্র, যুব, মহিলা থেকে শিক্ষক, ব্লক এবং জেলা সর্বস্তরের কর্মী ও নেতৃত্ত্ব প্রচারে নেমে পড়েছে। শুধু সময়ের অপেক্ষা, আমাদের নতুন স্লোগান বাস্তব রূপ পাবে। জেলায় আরও দুটি বেড়ে তৃণমূলের আসন সংখ্যা দাঁড়াবে ১৮ টি। বিরোধী শূন্য হবে জেলা। বিজেপি নেতা স্বপন পাল বলেছেন, দলের সর্বস্তর প্রচার শুরু করেছে, দেওয়াল লিখন শুরু হয়েছে। প্রার্থীর নাম ঘোষণার পর প্রচারে আরও জোরে দেওয়া হবে। তৃণমূলকে কটাক্ষ করে স্বপন বাবুর মন্তব্য শাসক দল গণতন্ত্রে বিশ্বাসী নয়। তাই এরা বিরোধী শূন্য করার কথা বলে, সমস্ত আসনে জয়লাভ করার স্বপ্ন দেখে।