হুগলি, ২৭ ফেব্রুয়ারি:- তৃণমূল দল ছাড়ার পরেও ডানকুনিতে বিজেপির সভায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বর্তমান বিজেপি নেতা রাজীব ব্যানার্জীর মুখে শোনা গেল “আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়” কথা। তৃণমূল দল ছেড়েছেন বেশ কিছুদিন হয়ে গেল। দিল্লি গিয়ে অমিত শাহের হাত ধরে বিজেপি দলে যোগ দিয়েছিলেন রাজীব ব্যানার্জী। তারপরে বিজেপি দলের বিভিন্ন সভায় রাজীবকে দেখা গেছিলো তৃণমূল দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিতে। কিন্তু এদিন ডানকুনিতে বিজেপির সভায় বক্তব্য রাখতে গিয়ে তার মুখে চলে আসে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কথাটি। গতকাল নির্বাচন কমিশন ভোটের দিন ঘোষণার পর রাজ্যে আট দফায় নির্বাচন নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায়।
আজ বিজেপির সভায় সেই বিষয়ে কথা বলতে গিয়ে রাজীব ব্যানার্জী বলে বসলেন গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় এর সাংবাদিক বৈঠক শোনার পর মনে হলো আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের আগেই হেরে বসে আছেন। এরপর অবশ্য সামলে নিয়ে সরাসরি শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জীকে কড়া ভাষায় আক্রমণ সানান। এদিন কল্যাণ ব্যানার্জীকে আক্রমণ সানিয়ে রাজীব বলেন যদি ডোমজুর না থাকতো তাহলে আর কল্যাণ ব্যানার্জীর সাংসদ হওয়া হতোনা। সব জায়গায় হারার পর রাজীব ব্যানার্জীর দয়ায় ডোমজুর থেকে জিতে সাংসদ হয়েছেন কল্যাণ ব্যানার্জী। আর এখন ডোমজুরে গিয়ে বলছেন আয় রাজীব খেলা হবে। রাজীব ব্যানার্জী সাংসদ কল্যাণ ব্যানার্জীকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন সত্যি তিনি ডোমজুড়ে খেলবেন, ক্ষমতা থাকলে সাংসদ আটকে দেখাক।