এই মুহূর্তে কলকাতা

নির্বাচনী মাসকট বাঘু

কলকাতা , ২৭ ফেব্রুয়ারি:- গতকাল নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গ বিধানসভার নির্বাচনী সূচি ঘোষণা করেছেন। তার সাথে আরপ হয়ে গেছে নির্বাচনী আচরণবিধি। সমস্ত জেলা প্রশাসন নিজেদের কে তৈরি করছে নির্বাচনের জন্য। নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য জেলাশাসক বদ্ধপরিকর। আজ দক্ষিণ ২৪ পরগনা জেলা আধিকারিক এর তরফ থেকে একটি সাংবাদিক সম্মেলন করা হয় নির্বাচনকে সামনে রেখে। সেখানে দক্ষিণ ২৪ পরগনা জেলার নির্বাচনী আধিকারিক নির্বাচনী মাসকট প্রকাশ করেন। নাম ‘বাঘু। নির্বাচনী রুটিন অনুযায়ী দক্ষিণ ২৪ পরগনায় এবার তিন দফায় নির্বাচন হতে চলেছে। ১ এপ্রিল, ৬ এপ্রিল এবং ১০ এপ্রিল। দক্ষিণ ২৪ পরগনার মোট বিধানসভা আসন ৩১ টি, তার মধ্যে ২২ টি অসংরক্ষিত এবং নটি আসন সংরক্ষিত।

জেলায় মোট পোলিং স্টেশন ১১২৭৯, মোট ভোটারের সংখ্যা ৮১৯১৪০০। আজ সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ডিএম দক্ষিণ ২৪ পরগনা অন্তরা আচার্য, এসপি সুন্দরবন, এসপি বারুইপুর, এসপি ডায়মন্ড হারবার, ডিএসপি কলকাতা, তার সাথে এডিএম ও বিভিন্ন আধিকারিক। বিশেষ করে এবারের নির্বাচনে নতুন ভোটারদের জাগ্রত করার অভিযান চালাবে জেলার নির্বাচনী আধিকারিকরা। তার জন্য ট্যাবলো, লিফলেট সহ বিভিন্ন পরিকল্পনা রয়েছে তাদের। তার সাথে বিশেষ করে নজর দেওয়া হচ্ছে বিশেষভাবে সক্ষম মানুষদের প্রতি। নির্বাচনকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য নির্বাচন নির্বাচন কমিশনের সমস্ত রকম নির্দেশাবলী মেনে যা যা ব্যবস্থা নেওয়ার তারা নেবেন বলে জানান নির্বাচনী আধিকারিকরা।